চাকরির পরীক্ষায় কি ধরনের প্রশ্ন করা হবে তা অনেকাংশে এইচ আর এর ওপর নির্ভর করে, বিগত পরীক্ষার অভিজ্ঞতা থেকে কিছু প্রাথমিক ধারণা নিতে পারেন -
নিয়োগ প্রক্রিয়াঃ এখানে সর্বমোট ৫ টা পরিক্ষা হবে।
১. এমসিকিউ
২. ইনিসিয়াল ভাইভা
৩. লিখিত
৪. কম্পিউটার টেস্ট
৫. ফাইনাল ভাইভা
Part 2 : MS Excel............15
Part 3 : Power Point.......15
Part-01: MS Word:
একটি instruction দেওয়া হবে -
সে অনুযায়ী কিছু লেখা type করতে হবে । প্রশ্নের instruction অনুযায়ী অবশ্যই মার্জিন সেট করে নিবেন (top, bottom, left and right) , এটা না করলে এলোমেলো হয়ে যেতে পারে ।
যেমন : কিছু শব্দ bold করতে হতে পারে,
কিছু বাক্য underline করতে হতে পারে,
কিছু শব্দ বা বাক্য টেবিলের মধ্যে বসাতে হতে পারে
কিছু শব্দ বা বাক্যের আগে টিক চিহ্ন বসাতে হতে পারে
ছোট বৃত্ত ইত্যাদি নকশা বানানো লাগতে পারে
Bullets অপশন থেকে বসাতে হতে পারে
প্রশ্নে উল্লেখিত নকশা অনুযায়ী হুবহু টাইপ করে দিতে হবে । যারা কম্পউটার নিয়মিত ব্যবহার করেন তারা খুব সহজেই পারবেন । অন্যরা বাসাই এগুলো প্রাকটিস করে যাবেন ।
Part-02: MS Excel:
এখানে আপনাকে বিভিন্ন হিসাবের যোগফল, গড় বের করতে হতে পারে,
মূলত এটি একটি math করা লাগতে পারে নম্বর - ৭ বা ৮
এরপর math এর information অনুযায়ী graph/ chart/pie chart আঁকতে হতে পারে নম্বর - ৭ বা ৮
উধাহরনঃ
শ্রমিকদের মাসিক বা বার্ষিক বেতনের বিভিন্ন হিসাবের যোগ, বিয়োগ, গড়
পরিক্ষার্থিদের মোট নাম্বারের যোগফল, গড় নাম্বার
একটি শহরের বিভিন্ন ক্যাটাগরির জনসংখ্যার বিভিন্ন হিসাবের যোগফল, গড় বের করতে হতে পারে
5 জন ক্রিকেটারের 5 ইনিংসের মোট রান, গড় রান বের কর।
Part-০3: Power Point:
Instruction অনুযায়ী ৩টি slide করতে হবে, প্রতিটি ৫ নম্বর করে
স্লাইড গুলোতে chart/pie chart বসাতে হতে পারে
বিঃদ্রঃ প্রতি Group এ ৩০ জনের মতো করে পরীক্ষা নেয় একটি Group এর সাথে অন্য একটি Group এর প্রশ্নের হুবহু মিল থাকে না । তাই এগুলো আপনার প্রাথমিক ধারনার জন্য । পরীক্ষায় এগুলোর সাথে হুবহু মিল পাবেন না ।
ভালো Marks পেতে হলে MS Word, Excel, Power Point এর Basic খুঁটিনাটি সম্পর্কে জানতে হবে এতে কোনো সন্দেহ নেই ।
Help: যেহেতু এই এক্সামে ভিন্ন ভিন্ন ৩ টা ফাইল করে সেগুলো সেইভ করে আসতে হবে। প্রতিটি কাজ সম্পূর্ন হবার পরে একবার করে সেইভ করে নিন। এটা না করলে কোন ভাবে পিসি অফ হয়ে গেল বা হ্যাং করলো, রিস্টার্ট করতে হবে। সেইভ না থাকলে আপনাকে আবার শুরু থেকে করতে হবে।
You May Like:
Preparation Room | Download/View Link |
---|---|
1.ICT Related 90+ Competitive Exams MCQ ( 100% common possibility question and answer ) | https://bit.ly/LH1124 |
Computer Shortcut Key ( 100+ Shortcut Key Of Computer Keyboard ) | https://bit.ly/LH25542 |
কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বাছাইকৃত মোট -৪০০ টি MCQ | https://bit.ly/LH65654 |
ICT বিষয়ক MCQ Related Questions ( Most Important ২০০+ ) | https://bit.ly/LH45547 |
Computer and ICT Related 400 MCQ Test | কম্পিউটার সম্পর্কিত মোট ৪০০ টি MCQ উপযোগী প্রশ্ন | https://bit.ly/ict6622 |
No comments:
Write comments