প্রাইমারি ভাইভা অভিজ্ঞতা - ১ (২০১৯)
ভাইভা বোর্ডে তিনজন সদস্য ছিল
১ম পরীক্ষক:
১. কোন বিষয়ে পড়াশুনা করছেন?
উঃ ব্যবস্থাপনা
২. কোথায় পড়াশুনা করছেন?
উঃ চাঁদপুর সরকারি কলেজ
৩.আমি চাঁদপুর সরকারি কলেজ থেকে ব্যবস্থাপনায় অনার্স পাস করেছি এটার ইংরেজি বলেন
উঃ I have passed my honours degree from chandpur govt college in Management.
৪.কয়েকজন ভাষা শহীদের নাম বলেন
উঃ সালাম, বরকত, শফিক, জব্বার, রফিক।
৬.হ্যামলেট কার লেখা
উঃ শেক্সপিয়র
৭.আমি গনিতে ভালো এর ইংরেজি বলেন
উঃ I am good at mathematics.
৮.বেগম রোকেয়া কে ছিলেন? তার দুটি গ্রন্থের নাম বলেন
উঃ নারী জাগরণের অগ্রদূত। গ্রন্থ- মতিচুর ও অবরোধবাসিনী
৯.৬৯এর গণঅভ্যুত্থানের শহীদের নাম বলেন
উঃ আসাদ
১০.পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে এর ইংরেজি বলেন
উঃ The earth moves around the sun.
১১.পেয়াজের দাম ৮০ টাকা কেজি হলে ৩০০ গ্রামের দাম কত?
উঃ ২৪ টাকা
২য় পরীক্ষক:
১২. বঙ্গবন্ধু কত তারিখে আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্তি পায়?
উঃ ২২ ফেব্রুয়ারি, ১৯৬৯।
১৩.বঙ্গবন্ধু কত তারিখে বাংলাদেশে ফিরে আসেন
উঃ ১০ জানুয়ারি, ১৯৭২
৩য় পরীক্ষক:
১৪.সমকোনী ত্রিভুজ কাকে বলে?
উঃ যে ত্রিভুজের একটি কোন ৯০ ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে
১৫.আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখ?
উঃ ২১শে ফেব্রুয়ারি
১৬.বঙ্গবন্ধুর মায়ের নাম কি ছিল?
উঃ সায়েরা খাতুন
অনেকের অনুরোধে উত্তরগুলো দিলাম ভুল হলে নিজ গুণে ক্ষমা করবেন।
আমি ১২ টা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিলাম, ২টা কনফিউজড ছিল এবং বাকিগুলো পারিনি বলে সরি বলতে হয়েছে।
দোয়া করবেন আমার জন্য
প্রার্থী :সালাম দিয়ে ভেতরে প্রবেশ।
পরীক্ষক :বসেন। introduce yourself
পরীক্ষক :আপনি তাহলে বাংলা বিভাগে পড়ালেখা করেছেন।বাংলা ভাষার উৎপত্তি সংক্ষেপে বলুন
পরীক্ষক: কবর কবিতার কয়েকটি লাইন বলুন
প্রার্থী:এইখানে তোর দাদির কবর-------
পরীক্ষক:এটা কোন গ্রন্থ থেকে নেয়া
প্রার্থী:প্রথম কাব্যগ্রন্থ রাখালী।
পরীক্ষক:প্রকাশকাল কত?
পরীক্ষক:আমাদের বর্তমান রাষ্ট্রপতি ব্যক্তি হিসেবে কততম রাষ্ট্রপতি।তিনি কোন জেলার
পরীক্ষক: কোন জেলা ?
পরীক্ষক: পোড়ামাটি নীতি কি ?
পরীক্ষক:সৃজনশীল প্রশ্ন পদ্ধতির জনক কে
পরীক্ষক:ঠিক আছে আপনি আসেন।
স্যারেরা অনুমতি দেওয়ায় একটু ভিতরে ঢুকে সালাম করলাম।
ডিসি স্যার ছিলেন না। তাই একটু সাহস বেশি হলো।
চেয়্যারের কাছে দাড়াতেই স্যার বসার অনুমতি দিলেন। আমি পুরো শিওর হওয়ার জন্য অনুমতি নিয়ে বসলাম।
প্রথম পরীক্ষকঃ তুমি কোন বিষয় পড়াশোনা করেছো?
আমিঃ দর্শন।
পরীক্ষক-১ঃ বলো তো আমাদের আশেপাশে একজন দার্শনিক আছেন, তার নাম কি?
আমিঃ আরজ আলী মাতবর
ডিপিও স্যারঃ কি নাম?
আমিঃ আরজ আলী মাতবর।
পরীক্ষক ১ঃ আরজ আলী মাতবর প্রথম জীবনে কি করতেন?
আমিঃ কৃষি কাজ করতেন। পরে আমিনী পেশায় নিজেকে নিযুক্ত করেন।
পরীক্ষক ১ঃ না, উনি শ্রমিক ছিলাম।
আমিঃ স্যার সরি, আরজ আলী মাতবর কৃষি কাজই করতেন।
পরীক্ষক ১ঃ তুমি কি ইন্টারনেট থেকে এগুলো পড়ছো?
আমিঃ না স্যার? প্রফেসর জসীম উদ্দিনের সম্পাদনায় "আরজ আলী রচনা সমগ্র ১ ও ২ থেকে আমি পড়েছি।
পরীক্ষক ১ঃ আরজ আলী কোন ধরনের দার্শনিক ছিলেন?
আমিঃ স্যার উনি বাংলাদেশে বস্তুবাদী দর্শনের প্রবক্তা।
পরীক্ষক ১ঃ কি বলছো তুমি? আমি বলছি উনি নাস্তিক দার্শনিক নাকি আস্তিক দার্শনিক ছিলেন?
আমিঃ প্রচলিত মত অনুসারে আরজ আলী মাতবর নাস্তিক ছিলেন বলে মনে হয়। কিন্তু উনি কোথাও বলেন নি উনি নাস্তিক ছিলেন। উনি বলেছেন প্রচলিত কুসংস্কারবাদী ধর্মের বিরুদ্ধে তার অবস্থান কিন্তু প্রকৃত ধর্মের বিরুদ্ধে নয়।
পরীক্ষক ১ঃ কি বলছো তুমি? তুমি উনার বাড়ি গিয়েছো?
আমিঃ না স্যার। আমি যাই নি। আমি বই থেকে জেনেছি।
জেলাঃ ময়মনসিংহ
(হুবহু তুলে ধরার চেষ্টা করছি, ভুল ত্রুটি ক্ষমা করবেন।)
অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করে সালাম দিলাম।
১ম পরীক্ষকঃ বয়স কত বাকী আছে?
উঃ প্রায় ২৬ বছর চলছে স্যার।
১ম পরীক্ষকঃ ডেইলি স্টার পত্রিকার হেড লাইন রিডিং পড়ে অনুবাদ করতে বললেন।
উঃ করলাম। (১ম পরীক্ষক বলেন চেয়ারম্যান কে স্যার, পারছে অনুবাদ।)
চেয়ারম্যানঃ মৌর্যবংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ আমি চিন্তা করছি...
চেয়ারম্যান স্যারঃ কোন সাবজেক্ট??
উঃ ব্যাবস্থাপনা
চেয়ারম্যানঃ ওহ! তাইলে তো আমাদের জন্য কঠিন হয়ে গেল! (বোর্ডে ৩ জনের কেউই কমার্সের ছিলেন না)
চেয়ারম্যানঃ পড়াশোনা কোথায়?
উঃ বললাম।
১ম পরীক্ষকঃ তো স্বাধীনতার ইতিহাস নিয়ে বলতে পারবেনা?
উঃ জ্বি স্যার। ১৯৪৭ সাল থেকে শুরু করলাম।
১ম পরীক্ষকঃ থামিয়ে দিয়ে... সংক্ষেপে সন ধরে বল।
উঃ ১৯৫২... ১৯৫৪ বললাম।
চেয়ারম্যানঃ আচ্ছা যুক্তফ্রন্টে কোন কোন দল ছিল?
উঃ ন্যাপ, কৃষক প্রজা পার্টি।(কনফিউশন নিয়েই বললাম, ভুল উত্তর ছিল)
চেয়ারম্যানঃ ভাষা আন্দোলনের পিছনে একজনের বিরোধিতা মূখ্য ছিল। যিনি বলেছিলেন, উর্দুই হবে...
উঃ মোহাম্মদআলী জিন্নাহ
চেয়ারম্যানঃ কি বলেছিলেন?
উঃ Urdu, and Urdu shall be the state language of pakistan.
চেয়ারম্যানঃ কোথায় বলেছিলেন?
উঃ কার্জন হল, ঢাবি।
চেয়ারম্যানঃ এর আগে আর কোথায় বলেছিলেন?
উঃ মনে আসছিল না (স্যার বলে দিলেন রেসকোর্স ময়দান)
৩য় পরীক্ষকঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে কবে থেকে?
উঃ ১৯৫৩ বলে ফেলছিলাম (হ্যাজিটেশনে)
৩য় পরীক্ষকঃ (আবার)... আন্তর্জাতিক মাতৃভাষা দিবস?
উঃ ২০০০ সাল থেকে পালিত হচ্ছে স্যার।
২য় পরীক্ষকঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষনা করে কে?
উঃ UNESCO, 1999 সালে।
২য় পরীক্ষকঃ UNESCO এর পূর্ণরূপ বলেন?
উঃ United Nattions Educational..... (মনে আসছিলনা আর)
২য় পরীক্ষকঃ গান, কবিতা, নৃত্য কোনটা করবেন?
উঃ করলাম।
ঠিক আছে আসুন।
ধন্যবাদ স্যার, আসসালামুআলাইকুম।
মোট ১৫/১৬ টার মতো প্রশ্ন জিজ্ঞসা করেছে। ২/৩ টার সঠিক উত্তর দেওয়া সম্ভব হয় নি।
তারিখঃ ১৪/১০/২০১৯ (বরগুনা জেলা)
আমিঃ
আসতে পারি?
আসসালামু আলাইকুম
পরীক্ষক- ১ঃ আসুন। বসুন।
আমিঃ ধন্যবাদ।
ডিসি স্যারঃ পড়াশোনা কোথায় করেছেন?
আমিঃ বললাম
ডিসি স্যারঃ সাবজেক্ট?
আমিঃ বললাম
ডিসি স্যারঃ বঙ্গবন্ধু পাকিস্তান কারাগার থেকে ১৯৭২ সালে মুক্তি পেয়ে কোন দুটি দেশ ভ্রমণ করেন?
আমিঃ প্রথমে ব্রিটেন।পরে ভারত।
পরীক্ষক ১ঃ ডিমে কোন ভিটামিন নাই?
আমিঃ ভিটামিন সি
ডিসি স্যারঃ প্রতিবছর এক জন মানুষের কতটি ডিম খাওয়া প্রয়োজন?
আমিঃ বললাম ১০৩ টি (সর্বশেষ তথ্যানুসারে)
ডিসি স্যারঃ বাংলাদেশ কি সে চাহিদা পূরণ করতে পেরেছে?
আমিঃ জ্বী।প্রায়। (১০৪)
পরীক্ষাক -১ঃ বাংলাদেশ আগে এই চাহিদা পূরণ করতে পারতো না।এখন কেনো পারছে?
আমিঃবললাম
ডিসি স্যারঃ একজন পূর্ণ বয়স্ক মানুষের দৈনিক কত কিলোক্যালরি খাবার গ্রহণ করা উচিৎ?
আমিঃবললাম
ডিসি স্যারঃ শিশুদের?
আমিঃ বললাম
পরীক্ষক ১ঃ দুধে কোন ভিটামিন নাই?
আমিঃ বললাম। ভিটামিন সি
পরীক্ষকঃ তাহলে সরকার যে মিড ডে মিল চালু করতেছে। সেখানে দুধ, ডিম দিবে তাহলে ভিটামিন সি এর অভাব কিভাবে পূরণ হবে?
ডিসি স্যারঃ এক টুকরো লেবু দিতে পারে।
আমিঃ আরও যোগ করলাম
পরীক্ষক ১ঃ ভিটামিন সি আমরা কোথা হতে পাই?
আমিঃ ফলমূল।
পরীক্ষক ২ঃ হোসেন শহীদ সোহরাওয়ার্দী কে?
আমিঃ গণতন্ত্রের মানসপুত্র। বাংলার শেষ মুখ্যমন্ত্রী।
পরীক্ষক ২ঃ তিনি কি করতেন?
আমিঃ ল ইয়ার।
ডিসি স্যারঃ ওকে দিয়া গান গাওয়ান
পরীক্ষক ১ঃ রাইম কি?
আমিঃ ছড়া
পরীক্ষক ১ঃএকটি ছড়া বলুন
আমিঃ আম পাতা জোড়া জোড়া..
পরীক্ষক ১ঃ ছড়ায় কি অর্থ থাকতে হয়?
আমিঃ বললাম
পরীক্ষক ১ঃ অর্থ নাই এমন একটি ছড়া বলুন?
আমিঃ বললাম (হাট্টিমাটিম টিম তারা মাঠ পারে ডিম..)
ডিসি স্যারঃ ওকে ০৫ দিয়ে দেন!
পরীক্ষক ১ঃ কাগজপত্র সব বুঝে নেন।
আমিঃ জ্বী স্যার।
আসসালামু আলাইকুম।।
স্যারঃ আসুন।
আমি চেয়ারের কাছে গিয়ে দাঁড়ালাম।
স্যারঃ বসুন, বসুন ।
স্যারঃ আপনি কি করছেন বর্তমানে?
স্যার অনার্স চতুর্থ বর্ষে আছি।
স্যারঃ কোন সাবজেক্ট?
বাংলা।
স্যারঃ আচ্ছা বলুন তো বডু চণ্ডীদাস কে?
বললাম।
স্যারঃ প্রাচীন যুগের কবির নাম বলুন।
বললাম।
স্যারঃ কবিদের নামের শেষে পা যুক্ত করা হত কেন?
বললাম।
স্যারঃ বলুন তো কুক্কুরীপার নাম কুক্কুরীপা হল কেন?
বললাম।
স্যারঃ আচ্ছা এই অংকটা করুন।
করলাম।
স্যারঃ এখন আপনাকে একটা ভাবসম্প্রসারণ করতে হবে মনোযোগ দিয়ে শুনুন।
পিককুল বহে চ্যুতরসে.....
স্যার আরেকবার।
স্যার আবার বললেন।
আমি আগা মাথা কিছুই বুঝি নি।
স্যারঃ আচ্ছা বলুন পিককুল মানে কি?
বললাম।
স্যারঃ চু্ত্য কি?
বললাম।
স্যারঃ চূতরস কি?
পারি নি।
স্যারঃ সন্ধি জিজ্ঞেস করল দুটো।
একটা পারলাম।
আরেকটা খুব আনকমন ছিল। কোথাও কোনোদিন দেখি নি।
স্যারঃ আচ্ছা নিজের সম্পর্কে ইংরেজিতে বলুন।
বললাম।
স্যারঃ বাংলা বড় কঠিন জায়গা বুঝলে? (ডিসি স্যার)
জ্বী স্যার।
স্যারঃ কোথায় থাকেন?
কুমিল্লা।
স্যারঃ জানেন তো কুমিল্লা আর নোয়াখালীর মানুষ একে অপরকে দেখতে পারে না।
জ্বী স্যার। জানি।
স্যারঃ আচ্ছা একটা গান করুন।
ধনধান্য পুষ্প ভরা......
স্যারঃ ওনাকে গানে কেউ আটকাতে পারবে না। (ডিসি স্যার)
স্যারঃ রিটেনে কত পেতে পারেন?
বললাম।
স্যারঃ আচ্ছা কুমিল্লার কোথায় থাকেন?
ডাক্তারপাডা।
স্যারঃ কার সাথে থাকেন?
ফ্যামিলির সবাই থাকি স্যার।
স্যারঃ আচ্ছা, ঠিক আছে আসুন।
আসি স্যার। আসসালামুআলাইকুম।
বুঝলাম যে বাংলা আমাকে ডিটেলস জানতে হবে।
অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ। সালাম দিয়ে শুরু
জেলা প্রশাসক স্যার : এই ছেলে কোন কলেজ, কোন সাবজেক্ট?
জেলা প্রশাসক স্যার : ভূ - রাজনীতি কী?
অন্য সদস্য : বাফার স্ট্রেট কাকে বলে? উদাহরন দাও।
আরেক সদস্য : ক্ষুদ্র রাষ্ট্র কাকে বলে উদারহন দাও?
জেলা প্রসাশক স্যারঃছয় দফার প্রথম দফা কি? সময় ৪ হতে ৫ মিনিট।
ভূ - রাজনীতি কাকে বলে?
২। মার্কেটিং এর মূল উদ্দেশ্য কী?
৩। শপিং ও মার্কেটিং এর পার্থক্য কী?
৪। সময় বিন্দু কী? ( পারি নি)
৫। মুক্তিযুদ্ধের গান কবিতা পারি কী না?
৬। বানান শুদ্ধ লেখাঃ আবৃত্তি।
৭। বিজ্ঞাপন কি? এর উদ্দেশ্য কি?
৮। মুক্তিযুদ্ধের সংগঠক কে?
৯। মুক্তিযুদ্ধ দেখেছি কী না?
১০। মুক্তিযুদ্ধ সম্পর্কে কিভাবে জেনেছি কিভাবে?
১১। অলিম্পিক কোথায় হবে?
১২। পরবর্তী ফুটবল বিশ্বকাপ কোথায়, কতসালে কততম?
১৩। সাম্প্রতিক বাংলাদেশের কোন খেলোয়াড় মারা গেছে? তিনি কোন খেলার সাথে সংযুক্ত ছিলেন? ( পারিনি)
১৪। ৭ মার্চের ভাষণ বলেন।( ১-১.৫ মিনিটের মত বলেছি)
১৫। ৭ মার্চের ভাষণের সময় বঙ্গবন্ধুর পিছনে কে ছিলেন? ( পারিনি)
১৬। আমরা কাদের থেকে স্বাধীনতা পেয়েছি?
১৭। স্বাধীনতা যুদ্ধ ও মুক্তিযুদ্ধের পার্থক্য কী?
১৮। আমাদের স্বাধীনতার যুদ্ধ কী শেষ হয়েছে?
১৯। আপনার Interest কী?
২০। মুক্তিযুদ্ধের উল্লেখযোগ্য ঘটনাগুলো গুলো বল।
২১। এখন কী করছেন? ( ননএমপিও কলেজের লেকচারার)।
২২। কলেজ থেকে কত পান? ( পাই না কিছুই)।
তারিখঃ ১৪/১০/১৯(কুমিল্লা জেলা)
আমিঃ আসতে পারি স্যার?
পরীক্ষক-১ঃ আসুন, বসুন।
আমিঃ ধন্যবাদ স্যার।
পরীক্ষক-১ঃ কেমন আছেন(হাসি দিয়ে)?
আমিঃ উত্তর দিলাম এবং বললাম আপনি কেমন আছেন?
পরীক্ষক-১ঃ উত্তর দিলেন।
প্রধান পরীক্ষক-ডিসিঃ কোথায় পড়াশোনা করেছেন?
আমিঃ বললাম।
প্রধান পরীক্ষকঃ কোন বিষয়ে পড়াশোনা করেছেন?
আমিঃ বললাম।
প্রধান পরীক্ষকঃ খুব ভালো subject.
পরীক্ষক-১ঃ আপনি তো Calculousপড়েছেন? বলুন Theory of logarithm কী?
আমিঃ Theory of logarithms হল logarithms এর বিভিন্ন সূত্রাবলী
পরীক্ষক-১ঃ calculus এর জনক কে?
আমিঃ- হসডর্ফ তৌকীর,আইজ্যাক নিউটন ও গটফ্রেড লিবনিজ
পরীক্ষক-২ঃ কুমিল্লা কত নং সেক্টরের অধীন ছিল?
আমিঃ৩
পরীক্ষক-১ঃ সেক্টর কমান্ডারের নাম বলুন?
আমিঃ মেজর কে এম শফিউল্লাহ এবং মেজর এ.এন.এম. নূরুজ্জামান
পরীক্ষক-২ঃ প্রথমে কে ছিলেন?
আমিঃ মেজর কে এম শফিউল্লাহ
প্রধান পরীক্ষক-ডিসিঃ আপনার উপজেলার ২ জন মুক্তিযোদ্ধার নাম বলুন?
আমিঃ বললাম।
পরীক্ষক-২ঃ He runs very fast. এখান থেকে Parts of speech identification করুন।
আমিঃ বললাম।
প্রধান পরীক্ষকঃ বাবা কি করেন? কয় ভাই-বোন?
আমিঃ বললাম।
পরীক্ষক-১ঃ আপনি আসুন।
আমিঃ সালাম দিয়ে বের হয়ে আসলাম।
মোঃ হাবীবুর রহমান। সদর দক্ষিণ, কুমিল্লা।
প্রাইমারি ভাইভা পরীক্ষার জন্য মুক্তিযুদ্ধ থেকে ৫০ টি প্রশ্ন ও উত্তর।
১. বাংলাদেশের স্বাধীনতার স্থপতি তথা জাতির জনকের নাম কী?
উঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
২. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের
অধীনে ছিলো?
উত্তরঃ দুই নম্বর সেক্টর
৩. অপারেশন সার্চলাইটের পরিকল্পনাকারী কে ছিল?
উত্তর : ইয়াহিয়া খান
৪. সর্ব কনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধার নাম কী?
উঃ শহীদুল ইসলাম (বীর প্রতীক ১২ বছর)
৫. ৭ই মার্চ রেসকোর্স ময়দানে উপস্থিত লোকসংক্ষা কত
ছিলো?
উত্তরঃ প্রায় দশ লক্ষ
৬.মুজিবনগর সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পান কে?
উত্তরঃ এম. মনসুর আলি।
৭. সরকারিভাবে নিয়মিত বাহিনির নাম কী ছিলো? উত্তরঃ এম. এফ
৮.রাজাকার বাহিনি গঠন করেন কে? উত্তরঃ মওলানা এ কে এম ইউসুফ
৯.১৯৭১ এ ভারতীয় বিমান ঘাটিতে পাকিস্তান বোমা হামলা চালায় কবে?
উত্তরঃ ৩রা নভেম্বর
১০. মুক্তিযুদ্ধ যাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত? উত্তরঃ সেগুনবাগিচা
১১. কোন নেতা নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তর
বানচাল করতে ইয়াহিয়া খানের সাথে ষড়যন্ত্র করেন?
উত্তরঃ জুলফিকার আলী ভুট্ট
১২. মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে নিযুক্ত হন? উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
১৩. মুক্তিবাহিনী কবে গঠিত হয়? উত্তর: ১৯৭১ সালের ১১ জুলাই
১৪. মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
উত্তর: ১১টি সেক্টরে
১৫. শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়? উত্তর: ১৪ ডিসেম্বর
১৬. মুক্তিযুদ্ধে কত লোক প্রাণ হারায়? উত্তর: প্রায় ৩০ লাখ
১৭. মুক্তিযুদ্ধে বীরত্বসূচক উপাধি কয়টি? উত্তর: চারটি
১৮. মুক্তিযোদ্ধাদের কাছে প্রিয় ধ্বনি ছিল কোনটি?
উত্তর: ‘জয় বাংলা’।
১৯. যৌথবাহিনী গঠিত হয়েছিল কবে? উত্তর: ১৯৭১ সালের ২১ নভেম্বর
২০. আভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল চালনা
কোন সেক্টরের অন্তভুর্ক্ত ছিল? উত্তরঃ ১০নং সেক্টরে
২১. শক্তিশালী পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যিদ্ধে জয়লাভের জন্য মুক্তিবাহিনীর সদস্যরা নানা ধরণের কৌশল অবলম্বন করেছিলেন। এর মধ্যে প্রধান
কৌশল ছিল কোনটি?
উত্তরঃ গেরিলা আক্রমন ও সন্মুখ যুদ্ধ
২২. শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে কবে ছয়দফা
ঘোষনা করেন?
উ: ২৩ মার্চ ১৯৬৬
২৩. মুজিবনগর সরকারের রাষ্ট্রপতির অনুপস্থিতিতে কে
অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন? উত্তরঃ সৈয়দ নজরুল ইসলাম
২৪. ‘কে’ ফোর্সের অধিনায়ক কে ছিলেন? উত্তরঃ মেজর খালেদ মোশারফ
২৫. মুক্তিবাহিনীর নিয়মিত বাহিনী কোনটি ছিলো? উত্তরঃ মুক্তিফৌজ
২৬. কবে শেখ মুজিবুর রহমানকে ‘জাতির জনক’ ঘোষনা
করা হয় ?
উ: ৩ মার্চ ১৯৭১
২৭. বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসাধারণ বীরত্ব প্রদর্শনের জন্য সর্বমোট কতজনকে বীরত্বসূচক খেতাব
প্রদান করা হয়?
উত্তরঃ ৬৭৬ জন
২৮.মুক্তিযুদ্ধে ‘বীরপ্রতীক’ খেতাবপ্রাপ্ত দুই জন নারী
মুক্তিযোদ্ধা কে কে?
উত্তরঃ ডা. সেতারা বেগম ও তারামন বিবি
২৯. কত তারিখে বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ৭ই মার্চ ১৯৭৩
৩০. বাংলাদেশের গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল
উত্তরঃ ১৭ এপ্রিল, ১৯৭১
৩১.মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন ? উত্তরঃ মওলানা আবদুল হামিদ খান ভাসানী
৩২.মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন??
উত্তরঃ তাজউদ্দিন আহমেদ
৩৩. বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলার
নাম – উত্তরঃ যশোর
৩৪. মুজিবনগর সরকার কোন দেশে মিশন স্থাপন করেছিলো?
উত্তরঃ যুক্তরাজ্য
৩৫.১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সামরিক অভিযানের সাংকেতিক নাম? উত্তরঃ অপারেশন সার্চ লাইট
৩৬.কখন মুক্তিযুদ্ধের বিরধিতাকারী মালিক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন? উত্তরঃ১৪ই ডিসেম্বর
৩৭. শরনার্থী কর আইন আরোপ করেছে কোন সরকার?
উত্তরঃ ভারত সরকার
৩৮. মার্ক টলী কোন সংবাদ মাদ্যমের সাংবাদিক? উত্তরঃ বিবিসি
৩৯.সাইমন ড্রিং কে ছিলেন? উত্তরঃ ব্রিটিশ সাংবাদিক
৪০.বাংলাদেশের মুক্তিযুদ্ধে ‘বীরপ্রতীক’ খেতাব
লাভকারী একমাত্র বিদেশী নাগরিক কোন দেশের? ?
উত্তরঃ ডাচ
৪১.মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে মোট কয়টি ফোর্স
গঠিত হয়েছিল ?
উত্তরঃ ৩ টি
৪২.আত্মসমর্পনের পরে পাকিস্তানী দের যুদ্ধবন্দি
হিসেবে কোথায় নিয়ে যাওয়া হয়? উত্তরঃ ঢাকা সেনানিবাসে।
৪৩. বাংলার মুক্তি সনদ’ হিসেবে কি পরিচিত? উত্তরঃ ৭ই মার্চের ভাষন
৪৪.সম্প্রতি কোন দেশে একটি সড়কের নামকরণ করা
হয়েছে ‘বাংলাদেশ স্ট্রিট’? উত্তরঃ আইভরি কোস্ট
৪৫. কে ভারত থেকে আত্মসমর্পন দলিল নিয়ে আসেন?
উত্তরঃ মেজর জেনারেল জ্যাকব
৪৬. ১৯৭১ সালে ২২শে মার্চ আলোচনার উদ্দেশ্যে ঢাকা
আগমন কোন নেতার সাথে সম্পৃক্ত? উত্তরঃ জুলফিকার আলী ভুট্টো
৪৭. মুক্তিযুদ্ধের সময় বহির্বিশ্বে জনমত তৈরিতে কার
নাম জড়িত?
উত্তরঃ বিচারপতি আবু সায়িদ চৌধুরী
৪৮.মুক্তিযুদ্ধভিত্তিক জাদুঘর গৌরবাঙ্গন, শ্বাশ্বত বাংলা এবং ভাস্মর চেতন’ কোথায় অবস্থিত? উত্তরঃ যশোর, রংপুর ও ময়মনসিংহ সেনানিবাস
৪৯. এম. ভি. সোয়াত চট্টগ্রামে পৌছে কত তারিখে? উত্তরঃ ৩রা মার্চ
৫০. অপারেশন জ্যাকপটে মোট কতটি পাকিস্তানী জাহাজ ধ্বংস করে?
উত্তরঃ ৬০ টি
No comments:
Write comments