শিক্ষক নিয়োগ ভাইবা প্রশ্ন ও উত্তর ( NTRCA + Primary ) Viva Questions and Solution

পরিক্ষার্থিদের ভাইবা অভিজ্ঞতা সরাসরি দেওয়া হলো তাই প্রশ্নের সাথে যে উত্তরগুলো আছে এগুলো সঠিক বা ভুল থাকতে পারে । তাই এগুলো থেকে শুধুমাত্র একটা ধারনা নিতে পারেন । এই অভিজ্ঞতা গুলো আপনার কাছে প্রয়োজনীয় হলে শেয়ার করে নিজের ফেসবুক টাইমলাইনে সংগ্রহ করে রাখবেন এটা করলে আপনার যখন দরকার হবে আপনি সহজেই  পোষ্টটি পেয়ে যাবেন ।  

প্রাইমারি ভাইভা অভিজ্ঞতা - ১ (২০১৯)
জেলা: শরীয়তপুর
ভাইভা বোর্ডে তিনজন সদস্য ছিল
১ম পরীক্ষক:
১. কোন বিষয়ে পড়াশুনা করছেন?
 উঃ ব্যবস্থাপনা
২. কোথায় পড়াশুনা করছেন?
 উঃ চাঁদপুর সরকারি কলেজ
৩.আমি চাঁদপুর সরকারি কলেজ থেকে ব্যবস্থাপনায় অনার্স পাস করেছি এটার ইংরেজি বলেন
 উঃ I have passed my honours degree from chandpur govt college in Management.
৪.কয়েকজন ভাষা শহীদের নাম বলেন
 উঃ সালাম, বরকত, শফিক, জব্বার, রফিক।
৬.হ্যামলেট কার লেখা
 উঃ শেক্সপিয়র
৭.আমি গনিতে ভালো এর ইংরেজি বলেন
 উঃ I am good at mathematics.
৮.বেগম রোকেয়া কে ছিলেন? তার দুটি গ্রন্থের নাম বলেন
 উঃ নারী জাগরণের অগ্রদূত। গ্রন্থ- মতিচুর ও অবরোধবাসিনী
৯.৬৯এর গণঅভ্যুত্থানের শহীদের নাম বলেন
 উঃ আসাদ
১০.পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে এর ইংরেজি বলেন
 উঃ The earth moves around the sun.
১১.পেয়াজের দাম ৮০ টাকা কেজি হলে ৩০০ গ্রামের দাম কত?
 উঃ ২৪ টাকা

২য় পরীক্ষক:
১২. বঙ্গবন্ধু কত তারিখে আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্তি পায়?
 উঃ ২২ ফেব্রুয়ারি, ১৯৬৯।
১৩.বঙ্গবন্ধু কত তারিখে বাংলাদেশে ফিরে আসেন
 উঃ ১০ জানুয়ারি, ১৯৭২

৩য় পরীক্ষক:
১৪.সমকোনী ত্রিভুজ কাকে বলে?
 উঃ যে ত্রিভুজের একটি কোন ৯০ ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে
১৫.আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখ?
 উঃ ২১শে ফেব্রুয়ারি
১৬.বঙ্গবন্ধুর মায়ের নাম কি ছিল?
 উঃ সায়েরা খাতুন
অনেকের অনুরোধে উত্তরগুলো দিলাম ভুল হলে নিজ গুণে ক্ষমা করবেন।
আমি ১২ টা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিলাম, ২টা কনফিউজড ছিল এবং বাকিগুলো পারিনি বলে সরি বলতে হয়েছে।
দোয়া করবেন আমার জন্য

প্রাইমারী ভাইভা - ২
জেলা: চট্টগ্রাম
প্রার্থী :সালাম দিয়ে ভেতরে প্রবেশ।
পরীক্ষক :বসেন। introduce yourself
পরীক্ষক :আপনি তাহলে বাংলা বিভাগে পড়ালেখা করেছেন।বাংলা ভাষার উৎপত্তি সংক্ষেপে বলুন
পরীক্ষক: কবর কবিতার কয়েকটি লাইন বলুন
প্রার্থী:এইখানে তোর দাদির কবর-------
পরীক্ষক:এটা কোন গ্রন্থ থেকে নেয়া
প্রার্থী:প্রথম কাব্যগ্রন্থ রাখালী।
পরীক্ষক:প্রকাশকাল কত?

পরীক্ষক:আমাদের বর্তমান রাষ্ট্রপতি ব্যক্তি হিসেবে কততম রাষ্ট্রপতি।তিনি কোন জেলার
পরীক্ষক: কোন জেলা ?
পরীক্ষক: পোড়ামাটি নীতি কি ?
পরীক্ষক:সৃজনশীল প্রশ্ন পদ্ধতির জনক কে
পরীক্ষক:ঠিক আছে আপনি আসেন।

প্রাইমারী ভাইভা অভিজ্ঞতা - ৩
প্রথমে ভিতরে যাওয়ার অনুমতি নিলাম।
স্যারেরা অনুমতি দেওয়ায় একটু ভিতরে ঢুকে সালাম করলাম।
ডিসি স্যার ছিলেন না। তাই একটু সাহস বেশি হলো।
চেয়্যারের কাছে দাড়াতেই স্যার বসার অনুমতি দিলেন। আমি পুরো শিওর হওয়ার জন্য অনুমতি নিয়ে বসলাম।
প্রথম পরীক্ষকঃ তুমি কোন বিষয় পড়াশোনা করেছো?
আমিঃ দর্শন।
পরীক্ষক-১ঃ বলো তো আমাদের আশেপাশে একজন দার্শনিক আছেন, তার নাম কি?
আমিঃ আরজ আলী মাতবর
ডিপিও স্যারঃ কি নাম?
আমিঃ আরজ আলী মাতবর।
পরীক্ষক ১ঃ আরজ আলী মাতবর প্রথম জীবনে কি করতেন?
আমিঃ কৃষি কাজ করতেন। পরে আমিনী পেশায় নিজেকে নিযুক্ত করেন।
পরীক্ষক ১ঃ না, উনি শ্রমিক ছিলাম।
আমিঃ স্যার সরি, আরজ আলী মাতবর কৃষি কাজই করতেন।
পরীক্ষক ১ঃ তুমি কি ইন্টারনেট থেকে এগুলো পড়ছো?
আমিঃ না স্যার? প্রফেসর জসীম উদ্দিনের সম্পাদনায় "আরজ আলী রচনা সমগ্র ১ ও ২ থেকে আমি পড়েছি।
পরীক্ষক ১ঃ আরজ আলী কোন ধরনের দার্শনিক ছিলেন?
আমিঃ স্যার উনি বাংলাদেশে বস্তুবাদী দর্শনের প্রবক্তা।
পরীক্ষক ১ঃ কি বলছো তুমি? আমি বলছি উনি নাস্তিক দার্শনিক নাকি আস্তিক দার্শনিক ছিলেন?
আমিঃ প্রচলিত মত অনুসারে আরজ আলী মাতবর নাস্তিক ছিলেন বলে মনে হয়। কিন্তু উনি কোথাও বলেন নি উনি নাস্তিক ছিলেন। উনি বলেছেন প্রচলিত কুসংস্কারবাদী ধর্মের বিরুদ্ধে তার অবস্থান কিন্তু প্রকৃত ধর্মের বিরুদ্ধে নয়।
পরীক্ষক ১ঃ কি বলছো তুমি? তুমি উনার বাড়ি গিয়েছো?
আমিঃ না স্যার। আমি যাই নি। আমি বই থেকে জেনেছি।
 
প্রাইমারী ভাইভা অভিজ্ঞতা - ৪
মোঃ জিয়াউল হক
জেলাঃ ময়মনসিংহ
(হুবহু তুলে ধরার চেষ্টা করছি, ভুল ত্রুটি ক্ষমা করবেন।)
অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করে সালাম দিলাম।
১ম পরীক্ষকঃ বয়স কত বাকী আছে?
 উঃ প্রায় ২৬ বছর চলছে স্যার।
১ম পরীক্ষকঃ ডেইলি স্টার পত্রিকার হেড লাইন রিডিং পড়ে অনুবাদ করতে বললেন।
 উঃ করলাম। (১ম পরীক্ষক বলেন চেয়ারম্যান কে স্যার, পারছে অনুবাদ।)
চেয়ারম্যানঃ মৌর্যবংশের প্রতিষ্ঠাতা কে?
 উঃ আমি চিন্তা করছি...
চেয়ারম্যান স্যারঃ কোন সাবজেক্ট??
 উঃ ব্যাবস্থাপনা
চেয়ারম্যানঃ ওহ! তাইলে তো আমাদের জন্য কঠিন হয়ে গেল! (বোর্ডে ৩ জনের কেউই কমার্সের ছিলেন না)
চেয়ারম্যানঃ পড়াশোনা কোথায়?
 উঃ বললাম।
১ম পরীক্ষকঃ তো স্বাধীনতার ইতিহাস নিয়ে বলতে পারবেনা?
উঃ  জ্বি স্যার। ১৯৪৭ সাল থেকে শুরু করলাম।
১ম পরীক্ষকঃ থামিয়ে দিয়ে... সংক্ষেপে সন ধরে বল।
উঃ ১৯৫২... ১৯৫৪ বললাম।
চেয়ারম্যানঃ আচ্ছা যুক্তফ্রন্টে কোন কোন দল ছিল?
 উঃ ন্যাপ, কৃষক প্রজা পার্টি।(কনফিউশন নিয়েই বললাম, ভুল উত্তর ছিল)
চেয়ারম্যানঃ ভাষা আন্দোলনের পিছনে একজনের বিরোধিতা মূখ্য ছিল। যিনি বলেছিলেন, উর্দুই হবে...
উঃ  মোহাম্মদআলী জিন্নাহ
চেয়ারম্যানঃ কি বলেছিলেন?
 উঃ  Urdu, and Urdu shall be the state language of pakistan.
চেয়ারম্যানঃ কোথায় বলেছিলেন?
উঃ কার্জন হল, ঢাবি।
চেয়ারম্যানঃ এর আগে আর কোথায় বলেছিলেন?
উঃ মনে আসছিল না (স্যার বলে দিলেন রেসকোর্স ময়দান)
৩য় পরীক্ষকঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে কবে থেকে?
  উঃ ১৯৫৩ বলে ফেলছিলাম (হ্যাজিটেশনে)
৩য় পরীক্ষকঃ (আবার)... আন্তর্জাতিক মাতৃভাষা দিবস?
 উঃ ২০০০ সাল থেকে পালিত হচ্ছে স্যার।
২য় পরীক্ষকঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষনা করে কে?
  উঃ UNESCO, 1999 সালে।
২য় পরীক্ষকঃ UNESCO এর পূর্ণরূপ বলেন?
  উঃ United Nattions Educational..... (মনে আসছিলনা আর)
২য় পরীক্ষকঃ গান, কবিতা, নৃত্য কোনটা করবেন?
  উঃ করলাম।
ঠিক আছে আসুন।
ধন্যবাদ স্যার, আসসালামুআলাইকুম।
মোট ১৫/১৬ টার মতো প্রশ্ন জিজ্ঞসা করেছে। ২/৩ টার সঠিক উত্তর দেওয়া সম্ভব হয় নি।

প্রাথমিক সহকারী শিক্ষক ভাইবা অভিজ্ঞতা - ৪ (২০১৯)
বিষয়ঃ নিউট্রিশন এ্যান্ড ফুড সায়েন্স
তারিখঃ ১৪/১০/২০১৯ (বরগুনা জেলা)
আমিঃ
আসতে পারি?
আসসালামু আলাইকুম
পরীক্ষক- ১ঃ আসুন। বসুন।
আমিঃ ধন্যবাদ।
ডিসি স্যারঃ পড়াশোনা কোথায় করেছেন?
আমিঃ বললাম
ডিসি স্যারঃ সাবজেক্ট?
আমিঃ বললাম
ডিসি স্যারঃ বঙ্গবন্ধু পাকিস্তান কারাগার থেকে ১৯৭২ সালে মুক্তি পেয়ে কোন দুটি দেশ ভ্রমণ করেন?
আমিঃ প্রথমে ব্রিটেন।পরে ভারত।
পরীক্ষক ১ঃ ডিমে কোন ভিটামিন নাই?
আমিঃ ভিটামিন সি
ডিসি স্যারঃ প্রতিবছর এক জন মানুষের কতটি ডিম খাওয়া প্রয়োজন?
আমিঃ বললাম ১০৩ টি (সর্বশেষ তথ্যানুসারে)
ডিসি স্যারঃ বাংলাদেশ কি সে চাহিদা পূরণ করতে পেরেছে?
আমিঃ জ্বী।প্রায়। (১০৪)
পরীক্ষাক -১ঃ বাংলাদেশ আগে এই চাহিদা পূরণ করতে পারতো না।এখন কেনো পারছে?
আমিঃবললাম
ডিসি স্যারঃ একজন পূর্ণ বয়স্ক মানুষের দৈনিক কত কিলোক্যালরি খাবার গ্রহণ করা উচিৎ?
আমিঃবললাম
ডিসি স্যারঃ শিশুদের?
আমিঃ বললাম
পরীক্ষক ১ঃ দুধে কোন ভিটামিন নাই?
আমিঃ বললাম। ভিটামিন সি
পরীক্ষকঃ তাহলে সরকার যে মিড ডে মিল চালু করতেছে। সেখানে দুধ, ডিম দিবে তাহলে ভিটামিন সি এর অভাব কিভাবে পূরণ হবে?
ডিসি স্যারঃ এক টুকরো লেবু দিতে পারে।
আমিঃ আরও যোগ করলাম
পরীক্ষক ১ঃ ভিটামিন সি আমরা কোথা হতে পাই?
আমিঃ ফলমূল।
পরীক্ষক ২ঃ হোসেন শহীদ সোহরাওয়ার্দী কে?
আমিঃ গণতন্ত্রের মানসপুত্র। বাংলার শেষ মুখ্যমন্ত্রী।
পরীক্ষক ২ঃ তিনি কি করতেন?
আমিঃ ল ইয়ার।
ডিসি স্যারঃ ওকে দিয়া গান গাওয়ান
পরীক্ষক ১ঃ রাইম কি?
আমিঃ ছড়া
পরীক্ষক ১ঃএকটি ছড়া বলুন
আমিঃ আম পাতা জোড়া জোড়া..
পরীক্ষক ১ঃ ছড়ায় কি অর্থ থাকতে হয়?
আমিঃ বললাম
পরীক্ষক ১ঃ অর্থ নাই এমন একটি ছড়া বলুন?
আমিঃ বললাম (হাট্টিমাটিম টিম তারা মাঠ পারে ডিম..)
ডিসি স্যারঃ ওকে ০৫ দিয়ে দেন!
পরীক্ষক ১ঃ কাগজপত্র সব বুঝে নেন।
আমিঃ জ্বী স্যার।
আসসালামু আলাইকুম।।

প্রাইমারি ভাইভা অভিজ্ঞতা - ৫
আসতে পারি স্যার?
স্যারঃ আসুন।
আমি চেয়ারের কাছে গিয়ে দাঁড়ালাম।
স্যারঃ বসুন, বসুন ।
স্যারঃ আপনি কি করছেন বর্তমানে?
স্যার অনার্স চতুর্থ বর্ষে আছি।
স্যারঃ কোন সাবজেক্ট?
বাংলা।
স্যারঃ আচ্ছা বলুন তো বডু চণ্ডীদাস কে?
বললাম।
স্যারঃ প্রাচীন যুগের কবির নাম বলুন।
বললাম।
স্যারঃ কবিদের নামের শেষে পা যুক্ত করা হত কেন?
বললাম।
স্যারঃ বলুন তো কুক্কুরীপার নাম কুক্কুরীপা হল কেন?
বললাম।
স্যারঃ আচ্ছা এই অংকটা করুন।
করলাম।
স্যারঃ এখন আপনাকে একটা ভাবসম্প্রসারণ করতে হবে মনোযোগ দিয়ে শুনুন।
পিককুল বহে চ্যুতরসে.....
স্যার আরেকবার।
স্যার আবার বললেন।
আমি আগা মাথা কিছুই বুঝি নি।
স্যারঃ আচ্ছা বলুন পিককুল মানে কি?
বললাম।
স্যারঃ চু্ত্য কি?
বললাম।
স্যারঃ চূতরস কি?
পারি নি।
স্যারঃ সন্ধি জিজ্ঞেস করল দুটো।
একটা পারলাম।
আরেকটা খুব আনকমন ছিল। কোথাও কোনোদিন দেখি নি।
স্যারঃ আচ্ছা নিজের সম্পর্কে ইংরেজিতে বলুন।
বললাম।
স্যারঃ বাংলা বড় কঠিন জায়গা বুঝলে? (ডিসি স্যার)
জ্বী স্যার।
স্যারঃ কোথায় থাকেন?
কুমিল্লা।
স্যারঃ জানেন তো কুমিল্লা আর নোয়াখালীর মানুষ একে অপরকে দেখতে পারে না।
জ্বী স্যার। জানি।
স্যারঃ আচ্ছা একটা গান করুন।
ধনধান্য পুষ্প ভরা......
স্যারঃ ওনাকে গানে কেউ আটকাতে পারবে না। (ডিসি স্যার)
স্যারঃ রিটেনে কত পেতে পারেন?
বললাম।
স্যারঃ আচ্ছা কুমিল্লার কোথায় থাকেন?
ডাক্তারপাডা।
স্যারঃ কার সাথে থাকেন?
ফ্যামিলির সবাই থাকি স্যার।
স্যারঃ আচ্ছা, ঠিক আছে আসুন।
আসি স্যার। আসসালামুআলাইকুম।
বুঝলাম যে বাংলা আমাকে ডিটেলস জানতে হবে।


প্রাইমারী ভাইবা অভিজ্ঞতা - ৬ (দিনাজপুর জেলা)
সাবজেক্ট : রাষ্ট্রবিজ্ঞান
অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ। সালাম দিয়ে শুরু
জেলা প্রশাসক স্যার : এই ছেলে কোন কলেজ, কোন সাবজেক্ট?
জেলা প্রশাসক স্যার : ভূ - রাজনীতি কী?
অন্য সদস্য : বাফার স্ট্রেট কাকে বলে? উদাহরন দাও।
আরেক সদস্য : ক্ষুদ্র রাষ্ট্র কাকে বলে উদারহন দাও?
জেলা প্রসাশক স্যারঃছয় দফার প্রথম দফা কি? সময় ৪ হতে ৫ মিনিট।
ভূ - রাজনীতি কাকে বলে?

প্রাথমিক সহকারি শিক্ষক ভাইবা অভিজ্ঞতা - ৭
১। নাম, পড়াশোনা ( মার্কেটিং)
২। মার্কেটিং এর মূল উদ্দেশ্য কী?
৩। শপিং ও মার্কেটিং এর পার্থক্য কী?
৪। সময় বিন্দু কী? ( পারি নি)
৫। মুক্তিযুদ্ধের গান কবিতা পারি কী না?
৬। বানান শুদ্ধ লেখাঃ আবৃত্তি।
৭। বিজ্ঞাপন কি? এর উদ্দেশ্য কি?
৮। মুক্তিযুদ্ধের সংগঠক কে?
৯। মুক্তিযুদ্ধ দেখেছি কী না?
১০। মুক্তিযুদ্ধ সম্পর্কে কিভাবে জেনেছি কিভাবে?
১১। অলিম্পিক কোথায় হবে?
১২। পরবর্তী ফুটবল বিশ্বকাপ কোথায়, কতসালে কততম?
১৩। সাম্প্রতিক বাংলাদেশের কোন খেলোয়াড় মারা গেছে? তিনি কোন খেলার সাথে সংযুক্ত ছিলেন? ( পারিনি)
১৪। ৭ মার্চের ভাষণ বলেন।( ১-১.৫ মিনিটের মত বলেছি)
১৫। ৭ মার্চের ভাষণের সময় বঙ্গবন্ধুর পিছনে কে ছিলেন? ( পারিনি)
১৬। আমরা কাদের থেকে স্বাধীনতা পেয়েছি?
১৭। স্বাধীনতা যুদ্ধ ও মুক্তিযুদ্ধের পার্থক্য কী?
১৮। আমাদের স্বাধীনতার যুদ্ধ কী শেষ হয়েছে?
১৯। আপনার Interest কী?
২০। মুক্তিযুদ্ধের উল্লেখযোগ্য ঘটনাগুলো গুলো বল।
২১। এখন কী করছেন? ( ননএমপিও কলেজের লেকচারার)।
২২। কলেজ থেকে কত পান? ( পাই না কিছুই)।

প্রাথমিক সহকারি শিক্ষক ভাইবা অভিজ্ঞতা - ৮
বিষয়ঃ গণিত
তারিখঃ ১৪/১০/১৯(কুমিল্লা জেলা)
আমিঃ আসতে পারি স্যার?
পরীক্ষক-১ঃ আসুন, বসুন।
আমিঃ ধন্যবাদ স্যার।
পরীক্ষক-১ঃ কেমন আছেন(হাসি দিয়ে)?
আমিঃ উত্তর দিলাম এবং বললাম আপনি কেমন আছেন?
পরীক্ষক-১ঃ উত্তর দিলেন।
প্রধান পরীক্ষক-ডিসিঃ কোথায় পড়াশোনা করেছেন?
আমিঃ বললাম।
প্রধান পরীক্ষকঃ কোন বিষয়ে পড়াশোনা করেছেন?
আমিঃ বললাম।
প্রধান পরীক্ষকঃ খুব ভালো subject.
পরীক্ষক-১ঃ আপনি তো Calculousপড়েছেন? বলুন Theory of logarithm কী?
আমিঃ Theory of logarithms হল logarithms এর বিভিন্ন সূত্রাবলী
পরীক্ষক-১ঃ calculus এর জনক কে?
আমিঃ- হসডর্ফ তৌকীর,আইজ্যাক নিউটন ও গটফ্রেড লিবনিজ
পরীক্ষক-২ঃ কুমিল্লা কত নং সেক্টরের অধীন ছিল?
আমিঃ৩
পরীক্ষক-১ঃ সেক্টর কমান্ডারের নাম বলুন?
আমিঃ মেজর কে এম শফিউল্লাহ এবং মেজর এ.এন.এম. নূরুজ্জামান
পরীক্ষক-২ঃ প্রথমে কে ছিলেন?
আমিঃ মেজর কে এম শফিউল্লাহ
প্রধান পরীক্ষক-ডিসিঃ আপনার উপজেলার ২ জন মুক্তিযোদ্ধার নাম বলুন?
আমিঃ বললাম।
পরীক্ষক-২ঃ He runs very fast. এখান থেকে Parts of speech identification করুন।
আমিঃ বললাম।
প্রধান পরীক্ষকঃ  বাবা কি করেন? কয় ভাই-বোন?
আমিঃ বললাম।
পরীক্ষক-১ঃ আপনি আসুন।
আমিঃ সালাম দিয়ে বের হয়ে আসলাম।
মোঃ হাবীবুর রহমান। সদর দক্ষিণ, কুমিল্লা।

প্রাইমারি ভাইভা পরীক্ষার জন্য মুক্তিযুদ্ধ থেকে ৫০ টি প্রশ্ন ও উত্তর।
১. বাংলাদেশের স্বাধীনতার স্থপতি তথা জাতির জনকের নাম কী?
উঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
২. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের
অধীনে ছিলো?
উত্তরঃ দুই নম্বর সেক্টর
৩. অপারেশন সার্চলাইটের পরিকল্পনাকারী কে ছিল?
উত্তর : ইয়াহিয়া খান
৪. সর্ব কনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধার নাম কী?
উঃ শহীদুল ইসলাম (বীর প্রতীক ১২ বছর)
৫. ৭ই মার্চ রেসকোর্স ময়দানে উপস্থিত লোকসংক্ষা কত
ছিলো?
উত্তরঃ প্রায় দশ লক্ষ
৬.মুজিবনগর সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পান কে?
উত্তরঃ এম. মনসুর আলি।
৭. সরকারিভাবে নিয়মিত বাহিনির নাম কী ছিলো? উত্তরঃ এম. এফ
৮.রাজাকার বাহিনি গঠন করেন কে? উত্তরঃ মওলানা এ কে এম ইউসুফ
৯.১৯৭১ এ ভারতীয় বিমান ঘাটিতে পাকিস্তান বোমা হামলা চালায় কবে?
উত্তরঃ ৩রা নভেম্বর
১০. মুক্তিযুদ্ধ যাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত? উত্তরঃ সেগুনবাগিচা
১১. কোন নেতা নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তর
বানচাল করতে ইয়াহিয়া খানের সাথে ষড়যন্ত্র করেন?
উত্তরঃ জুলফিকার আলী ভুট্ট
১২. মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে নিযুক্ত হন? উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
১৩. মুক্তিবাহিনী কবে গঠিত হয়? উত্তর: ১৯৭১ সালের ১১ জুলাই
১৪. মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
উত্তর: ১১টি সেক্টরে
১৫. শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়? উত্তর: ১৪ ডিসেম্বর
১৬. মুক্তিযুদ্ধে কত লোক প্রাণ হারায়? উত্তর: প্রায় ৩০ লাখ
১৭. মুক্তিযুদ্ধে বীরত্বসূচক উপাধি কয়টি? উত্তর: চারটি
১৮. মুক্তিযোদ্ধাদের কাছে প্রিয় ধ্বনি ছিল কোনটি?
উত্তর: ‘জয় বাংলা’।
১৯. যৌথবাহিনী গঠিত হয়েছিল কবে? উত্তর: ১৯৭১ সালের ২১ নভেম্বর
২০. আভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল চালনা
কোন সেক্টরের অন্তভুর্ক্ত ছিল? উত্তরঃ ১০নং সেক্টরে
২১. শক্তিশালী পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যিদ্ধে জয়লাভের জন্য মুক্তিবাহিনীর সদস্যরা নানা ধরণের কৌশল অবলম্বন করেছিলেন। এর মধ্যে প্রধান
কৌশল ছিল কোনটি?
উত্তরঃ গেরিলা আক্রমন ও সন্মুখ যুদ্ধ
২২. শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে কবে ছয়দফা
ঘোষনা করেন?
উ: ২৩ মার্চ ১৯৬৬
২৩. মুজিবনগর সরকারের রাষ্ট্রপতির অনুপস্থিতিতে কে
অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন? উত্তরঃ সৈয়দ নজরুল ইসলাম
২৪. ‘কে’ ফোর্সের অধিনায়ক কে ছিলেন? উত্তরঃ মেজর খালেদ মোশারফ
২৫. মুক্তিবাহিনীর নিয়মিত বাহিনী কোনটি ছিলো? উত্তরঃ মুক্তিফৌজ
২৬. কবে শেখ মুজিবুর রহমানকে ‘জাতির জনক’ ঘোষনা
করা হয় ?
উ: ৩ মার্চ ১৯৭১
২৭. বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসাধারণ বীরত্ব প্রদর্শনের জন্য সর্বমোট কতজনকে বীরত্বসূচক খেতাব
প্রদান করা হয়?
উত্তরঃ ৬৭৬ জন
২৮.মুক্তিযুদ্ধে ‘বীরপ্রতীক’ খেতাবপ্রাপ্ত দুই জন নারী
মুক্তিযোদ্ধা কে কে?
উত্তরঃ ডা. সেতারা বেগম ও তারামন বিবি
২৯. কত তারিখে বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ৭ই মার্চ ১৯৭৩
৩০. বাংলাদেশের গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল
উত্তরঃ ১৭ এপ্রিল, ১৯৭১
৩১.মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন ? উত্তরঃ মওলানা আবদুল হামিদ খান ভাসানী
৩২.মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন??
উত্তরঃ তাজউদ্দিন আহমেদ
৩৩. বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলার
নাম – উত্তরঃ যশোর
৩৪. মুজিবনগর সরকার কোন দেশে মিশন স্থাপন করেছিলো?
উত্তরঃ যুক্তরাজ্য
৩৫.১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সামরিক অভিযানের সাংকেতিক নাম? উত্তরঃ অপারেশন সার্চ লাইট
৩৬.কখন মুক্তিযুদ্ধের বিরধিতাকারী মালিক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন? উত্তরঃ১৪ই ডিসেম্বর
৩৭. শরনার্থী কর আইন আরোপ করেছে কোন সরকার?
উত্তরঃ ভারত সরকার
৩৮. মার্ক টলী কোন সংবাদ মাদ্যমের সাংবাদিক? উত্তরঃ বিবিসি
৩৯.সাইমন ড্রিং কে ছিলেন? উত্তরঃ ব্রিটিশ সাংবাদিক
৪০.বাংলাদেশের মুক্তিযুদ্ধে ‘বীরপ্রতীক’ খেতাব
লাভকারী একমাত্র বিদেশী নাগরিক কোন দেশের? ?
উত্তরঃ ডাচ
৪১.মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে মোট কয়টি ফোর্স
গঠিত হয়েছিল ?
উত্তরঃ ৩ টি
৪২.আত্মসমর্পনের পরে পাকিস্তানী দের যুদ্ধবন্দি
হিসেবে কোথায় নিয়ে যাওয়া হয়? উত্তরঃ ঢাকা সেনানিবাসে।
৪৩. বাংলার মুক্তি সনদ’ হিসেবে কি পরিচিত? উত্তরঃ ৭ই মার্চের ভাষন
৪৪.সম্প্রতি কোন দেশে একটি সড়কের নামকরণ করা
হয়েছে ‘বাংলাদেশ স্ট্রিট’? উত্তরঃ আইভরি কোস্ট
৪৫. কে ভারত থেকে আত্মসমর্পন দলিল নিয়ে আসেন?
উত্তরঃ মেজর জেনারেল জ্যাকব
৪৬. ১৯৭১ সালে ২২শে মার্চ আলোচনার উদ্দেশ্যে ঢাকা
আগমন কোন নেতার সাথে সম্পৃক্ত? উত্তরঃ জুলফিকার আলী ভুট্টো
৪৭. মুক্তিযুদ্ধের সময় বহির্বিশ্বে জনমত তৈরিতে কার
নাম জড়িত?
উত্তরঃ বিচারপতি আবু সায়িদ চৌধুরী
৪৮.মুক্তিযুদ্ধভিত্তি­ক জাদুঘর গৌরবাঙ্গন, শ্বাশ্বত বাংলা এবং ভাস্মর চেতন’ কোথায় অবস্থিত? উত্তরঃ যশোর, রংপুর ও ময়মনসিংহ সেনানিবাস
৪৯. এম. ভি. সোয়াত চট্টগ্রামে পৌছে কত তারিখে? উত্তরঃ ৩রা মার্চ
৫০. অপারেশন জ্যাকপটে মোট কতটি পাকিস্তানী জাহাজ ধ্বংস করে?
উত্তরঃ ৬০ টি

No comments:
Write comments

EbraHim KhoLil > ‎Bankers Selection Guide(BSG)
Inspired Post:
হতাশ হয়েছি বহুবার কিন্তু দমে যায়নি বলেই আমি আজ পুলিশ ক্যাডার
পুলিশ অফিসার না -প্রথমে একটা চাকরি পাব, মা-বাবা খুশি হবে, বোনকে পড়াশোনা করাবো এটাই চেয়েছিলাম। এর বেশি কিছু না। ভয় আমারও হত, চাকরি হবে কি না। দ্রুত একটা চাকরি হোক, আমিও চাইতাম। সেটা হয় না, পরে বুঝলাম সময় লাগবেই। অনেকে বলত বাবা-মাকে আর কত কষ্ট দিবা বেসরকারি জবে ঢুকে পড়। বলতাম বাপ-মা টা আপনার না আমার, আমি জানি কষ্ট কি? মা বলত তুই এত লোভ করিস না ব্যাটা, মাসে ১০০০০-১৫০০০ টাকার একটা চাকরি হলেই চলবে।মনে মনে বলতাম কেউ বেটি দিবে না আর তোমার বেটিটারে কেউ নিয়ে যাবে না।আর স্টার জলসা মার্কা হলে তো, ফাস গায়া মেরে ইয়ার?
যে পরীক্ষা গুলোতে অংশগ্রহন করেছিলাম-
1. Primary exam two times prelim fail. রেজাল্ট বের হলে লজ্জায় বলতাম proxy মারতে গেছিলাম।
2. ২০১৫ সালের জানুয়ারি Janata Bank AEO (without preparation) Question দেখেই crash prelim fail.
3. SEQAEP দুই দুই বার নিল না আমাকে। কেঁদেছিলাম কারণ ছোটবোন SSC পাস করল, কিভাবে কলেজে ভর্তি করাবো আর পড়াশোনার খরচ দিব।
4. পরিবার পরিকল্পনা prelim fail.
5. BCSIR senior scintific officer viva(feb 2015) fail. Viva board খুব নাস্তানুবাদ করেছিল।খুব রাগ হয়েছিল । এখন মনে হয় সেটাই দরকার ছিল।
6. Janata bank AEO-IT written pass but Aptitude test fail. খুব কষ্ট হল। পাশের জন 30 second help করলে জব টা হয়ত বা হত।
7. Standard Bank viva-বলল ফুল মার্ক দিলেও জব হবে না। দেখি october (2017) মাসে appoinment letter পাঠাইসে রুমে পড়ে আছে।
8. Bangladesh Development Bank viva fail.(4-4-16) Viva বোর্ডে ঢুকেই Remand. রসায়নের ছাত্র ব্যাংকে কেন জব করবেন?? আমি বললাম স্যার বিজ্ঞানের ছাত্র ব্যাংকে প্রয়োজন আছে, তাছাড়া এটা তো রাস্ট্রীয় সিদ্ধান্ত।কিছুটা সান্ত হয়েছিল।কিন্তু আমি আরও অসান্ত হয়ে গেলাম।ভাবলাম written আরও ভালো করতে হবে।
9. NBR – 2015 viva fail. আনোয়ারা ম্যাডাম বলল 35th non cadre ওকে fail করাই দেন। মনে মনে বললাম বেতন তো সরকার দিবে, চাকরি টা দেন plz আর পারছি না।
10. দুদক AD prelim pass written attend করা হয়নি।
11. Bamgladesh bank AD, cash prelim pass written attend করা হয়নি।
12. RAKUB senior officer prelim fail. Very upset .
13. RAKUB officer viva(16-10-16) by Bangladesh Bank চুড়ান্ত ফলাফল Selected (6:20pm 22 may 2017)1st job বর্তমানে কর্মরত (dinajpur-setab ganj).
14. Circle Adjutant – চূড়ান্ত ফলাফল মেধাতালিকায় 12th out of 302.
15. 35th BCS prelim 08.03.15 (1st BCS) non cadre- NBR (Result may 2017)
16. 36th BCS written&viva খুব ভালো হয়েছিল – ASP 49th merit
17. 37th BCS 1st choice police viva attend করি নাই
Bangladesh Airforce two times 2015,2016 Red card-ISSB DP বলেছিল আপনার সব ঠিক কিন্তু নিব না BMA তে পারবেন না কঠিন training . তারপর 15 দিন মত মাথা কাজ করেনি। বাবা খুব কষ্ট পেয়েছিল।
হতাশ হয়েছি বহুবার কিন্তু দমে যায়নি বলেই আমি আজ পুলিশ ক্যাডার।
--------------------- কালেক্টেড।

Tauhidul Islam Duronto >>
Banking Career in Bangladesh (BCB)
#ভাইবা_অভিজ্ঞতাঃ
Combined 8 Banks/Financial Institutions (SO) under
Banker's Recruitment Committee
Board No-4
Serial - 10
Deputy Governor S K Sur Sir এর চেম্বার। যদিও তিনি উপস্থিত ছিলেন
না। চেয়ারম্যান স্যারসহ বোর্ড সদস্য ছিল পাঁচ জন।
এই প্রথম ভাইভা দিলাম যেখানে বুকে কাঁপুনি অনুভব করিনি। যেখানে অনেককে দেখলাম কোট টাই পড়ে ঘামছে। নোট খাতা, কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পড়তে চিন্তিত হয়ে পড়ছে। আপুদের দেখলাম টিস্যু দিয়ে বারবার মুখ মুছতে। যাইহোক ভাইবার ডাক পড়লে আলতো করে দরজা চাপ দিয়ে মাথা বাড়িয়ে দিলাম। 'আসসালামু আলাইকুম।' বলে সবার দিকে দৃষ্টি ফিরিয়ে আনলাম। উপস্থিত সবাইকে দেখে সমবয়সী মনে হলো।
'May I come in Sir?' আমি দাঁড়িয়ে রইলাম। চেয়ারম্যান স্যার কাগজ দেখছিলেন। মুখ তুলে আসতে বললেন। দাঁড়িয়ে আছি দেখে বসতে বললেন।
-'Thank you sir' বলে আসন নিলাম।
'আপনার নাম?'
-'মোঃ তৌহিদুল ইসলাম।'
'ভার্সিটি?'
-'Rajshahi University, Sir'
'Good, subject?'
-'Accounting & Information Systems, Sir'
'হল কোনটা?'
-'সৈয়দ আমীর আলী হল।' আমি তো ভাবলাম রুম নং কত ছিল সেটাও জিজ্ঞাসা করবে। তবে সে প্রশ্ন পেলাম না।
'Home District?'
-'টাংগাইল, স্যার।'
'টাংগাইলে আপনার বাসা কোথায়?'
-'স্যার, ভূঞাপুর।'
'আচ্ছা, রাজশাহীতে যাবার রাস্তা তো গিয়েছে টাংগাইল দিয়েই?'
-'জি স্যার, সড়ক পথ, রেলপথ দুটাই গিয়েছে। বঙ্গবন্ধু সেতু হয়ে রাজশাহী।'
'তবে তো আপনার জন্য সুবিধা হয়েছিল।' স্যার মন্তব্য করলেন না প্রশ্ন করলেন বুঝলাম না।
-'জী স্যার।'
'Why Tangail is famous for?'
-'প্রথমত টাংগাইলের বিখ্যাত চমচম। তাছাড়া টাংগাইলের তাঁতের শাড়িও বিখ্যাত।'
'টাংগাইলে দেখার মতো কী কী আছে? মানে দর্শনীয় স্থান?'
-'বঙ্গবন্ধু সেতু, মহেড়া জমিদার বাড়ি, মধুপুরের জাতীয় উদ্যান, আরো ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু জমিদার বাড়ি।'
'আপনি তো সন্তোষ এর কথা বললেন না। তাছাড়া আতিয়া জামে মসজিদ আছে।'
আরেক স্যার যোগ করলেন, 'ভারতেশ্বরী হোমস, কুমুদিনী হাসপাতাল, করটিয়া জমিদার বাড়ি এইসব তো বললেন না?'
-'স্যার বর্তমানে মানুষ ঘুরতে যায় মহেড়া জমিদার বাড়ি, পুনঃনির্মাণের ফলে সবকিছু ঝকঝকে আছে।'
'শুনেছিলাম জমিদার বাড়িটা পুলিশ ব্যবহার করছে?'
-'জী স্যার, পুলিশ ট্রেইনিং সেন্টার হিসাবে ব্যবহার হচ্ছে।'
'আপনি Cash Flow Statement এর নাম শুনেছেন?'
-'জী, স্যার।'
'Free Cash Flow Statement কি?'
আমি ভাবতে শুরু করলাম কিন্তু কম সময়ে উত্তর গোছাতে পারলাম না।
'FCFS' স্যার আবারো বললেন।
মনে মনে ভাবলাম ডাক্তারদের FCPS জানি আর একাউন্টিং পড়ে FCFS পারছি না!
-'Sorry Sir. Indirect Cash Flow, Direct Cash Flow পারব।
কিন্তু এই টার্মটা আমি ব্যাখ্যা করতে পারব না।'
'কী বলছেন?' চেয়ারম্যান স্যার বিষ্মিত হলেন।'
-'Sir frankly speaking, it is unknown to me'
'Cash flow cycle and operating cycle সম্পর্কে বলুন' পাশ থেকে এক স্যার প্রশ্ন করলেন।
-'Cash flow cycle হচ্ছে কাঁচামাল ক্রয় থেকে শুরু করে, উৎপাদন, বিক্রয়,
দেনাদারের কাছ থেকে নগদ আদায় এর চক্রাকার প্রক্রিয়া।
আর operating cycle সাধারণত পণ্য উৎপাদন প্রক্রিয়ার সাথে জড়িত। ব্যাখ্যা করে বলতে গেলে...' স্যার থামিয়ে দিলেন।
'দুটোর মধ্যে কোনটার Time Duration বেশি?'
-'স্যার Cash flow cycle এর'
'আপনার first choice কোন ব্যাংক?'
-'স্যার, সোনালি ব্যাংক লিমিটেড।' মনে মনে ভাবলাম সবগুলোর চয়েস অনুসারে
নাম বলতে বলে কিনা। গুছিয়ে নিলাম নিজেকে। কিন্তু স্যার কমন প্রশ্ন করে ফেললেন। 'সোনালি ব্যাংক এর কাজ কী?'
-'যেহেতু সোনালি ব্যাংক একটি কমার্সিয়াল ব্যাংক, এর মূল কাজ আমানত সংগ্রহ ও ঋণ প্রদান। তাছাড়া সরকারি বিভিন্ন পলিসি বাস্তবায়ন করে থাকে।'
'যেমন?' অন্য এক স্যার শোনার ইচ্ছা প্রকাশ করলেন।
-'বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, যেখানে বাংলাদেশ ব্যাংকের শাখা নেই সেখানে তাদের হয়ে কাজ করা।'
'যেমন?' আবারো যেমন বললেন।
-'Clearing এ সাহায্য করা। Cash remittance করা, চালানের অর্থ সংগ্রহ করা।'
'স্প্রেড এর নাম শুনেছেন?' চেয়ারম্যান স্যার প্রশ্ন করলেন।
-'জী স্যার, ব্যাংকের ক্ষেত্রে স্প্রেড হলো Interest Income থেকে Interest expenses এর পার্থক্য।'
স্যার চুপ করে রইলেন। মনে হয় সিন্ধান্ত নিতে পারছেন না আমাকে নিয়ে। হয়তো FCFS এর উত্তর দিতে পারি নি তাই।
আমি যোগ করলাম, 'ধরি স্যার, আমি ঋণের লাভ নিচ্ছি তের শতাংশ হারে, আর আমানতের জন্য ব্যয় করতে হচ্ছে আট শতাংশ। এতে স্প্রেড হচ্ছে পাঁচ শতাংশ।'
'আর, কারো কোন প্রশ্ন?'
চেয়ারম্যান স্যার সবার দিকে তাকালেন। আমিও সবার দিকে তাকালাম। আমি প্রশ্ন আশা করছি। কিন্তু কেউ করলো না।
'আপনি আসুন।'
-'Thank you sir, আসসালামু আলাইকুম।' বলে সবার দিকে এক পলক তাকিয়ে বেরিয়ে এলাম স্বাভাবিক হৃদপিণ্ডের গতি নিয়ে।

আসিফ হাসান শিমুল >> ‎Banking Career in Bangladesh (BCB)>>
শুরু থেকেই শুরু হোক ব্যাংক প্রিপারেশনের পথ চলা!জীবনে সফলতার জন্য কোন শর্ট-কাট রাস্তা নেই।স্বস্তার কিন্তু তিন অবস্থা তাই শর্ট -কাট রাস্তা খুঁজলে ফলাফলটাও তেমনি আসবে।ব্যংকের প্রিপারেশন তেমন আহামরি কিছুনা বাট আপনি কতটা বুঝে পড়তে পারেন সেটাই মূল কথা।কোন কিছুকেই হালকাভাবে নেয়ার সুযোগ নেই।যাই পড়বেন খুব ভালভাবে বুঝে পড়ুন।নির্দিষ্ট একটি সিলেবাস করে ফেলুন যাতে ধারাবাহিকভাবে আপনি সিলেবাসটা কম্পলিট করতে পারেন!যে বিষয়ে আপনার দুর্বলতা বেশি সেই সাব্জকেটকে বেশি গুরত্ত দিন।
ম্যাথ আর ইংরেজিতে আপনি ভাল মানে আপনি ব্যাংকের জন্য ৭০% এগিয়ে গেলেন।তবে একেকজনের শক্তি আর সামর্থ্য এক না তাই আপনি ভাল বুঝবেন কোন সাব্জকেটকে বেশি গুরত্ত দিবেন!মানুষের জীবেন সফল হবার জন্য আরও কিছু বিষয় থাকে।যেমনঃ
১।সবার সাথে ভাল ব্যাবহার করা এতে মন ভাল থাকে যার ফলে যেকোনো কাজে আপনার ভাল লাগা কাজ করবে।
২।কাউকে কখনো ইগনোর করবেননা,এতে আপনাকেও একই পরিস্থির সম্মুখীন হতে হবে।
৩।যখন যে কাজটি করছেন ঠিক সেই কাজটিকেই গুরত্ত দিন।
৪।সময় এবং মানুষ উভয়কেই গুরত্ত দিন।
৫।বিপদে পেশেন্স রাখুন কারন বিপদ সাময়িক।
৬।হতাশাগ্রস্থ মানুষকে এড়িয়ে চলুন!
আগামী পোস্ট এ ব্যাংকের সিলেবাস এবং বইয়ের লিস্ট দেয়ার চেষ্টা থাকবে।
সিনিয়র অফিসার,
বাংলাদেশ কৃষি ব্যাংক।

Mahfuz Jami >> ‎Bangladesh Bank Exam Aid (BBEA) >>
সবচেয়ে খারাপ ভাইভা মনে হয় আমিই দিলাম। যাই হোক আসল কথায় আসি।
বিষয়ঃ ইলেক্ট্রিক্যাল এবং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ভাইভা বোর্ডঃ আব্দুর রহিম স্যার
ঢুকে সালাম দিলাম, বসার অনুমতি দিল পাশের একজন স্যার।
আমি ধন্যবাদ দিয়ে বসার আগেই রহিম স্যার প্রচন্ড বিরক্ত হয়ে জিজ্ঞেস করল " আচ্ছা তোমার ফিল্ডে কি জব নাই? এখানে আসছো কেন? "
আমিঃ (ভ্যাবাচ্যাকা খেয়ে) জি স্যার। বুঝলাম না।
স্যারঃ বললাম তোমার ইঞ্জিনিয়ারিং এর জব ফিল্ড বাদ দিয়ে এখানে আসছো কেন?
আমিঃ স্যার, আসলে আমাদের ফিল্ডে চাকুরির সুযোগ কম। (থতমত খেয়ে বেশি কিছু বলার ইচ্ছা থাকলেও আর বললাম না)
স্যারঃ আচ্ছা বল, হোয়াট ইজ ইঞ্জিনিয়ারিং? আবার বাংলায় একই প্রশ্ন ইঞ্জিনিয়ারিং কাকে বলে বল।
আমিঃ বাংলায় আস্তে আস্তে বললাম।
ডান পাশে বসা স্যারঃ উদাহরণ দিয়ে বুঝাও
আমিঃ একটা উদাহরণ দিয়ে বললাম।
স্যারঃ আচ্ছা ফিনান্সিয়াল ইঞ্জিনিয়ারিং নাম শুনেছ?
আমিঃ জি স্যার শুনেছি, আমাদের ইকোনমিক্স এর একটা কোর্সে ছিল। (মনে মনে বলি ওইসব কিছুই তো মনে নাই)
স্যারঃ বল তাহলে কি?
আমিঃ বানিয়ে বানিয়ে ফিনান্সের সাথে সম্পর্ক হয় কিছু একটা বলে দিলাম।
স্যারঃ (মাথা নাড়তে লাগলেন) হয়নি।
রহিম স্যারঃ আচ্ছা তুমি তো প্রকৌশল পড়েছ। বল প্রকৌশল আর প্রযুক্তির মধ্যে পার্থক্য কি?
আমিঃ (খানিকক্ষণ চিন্তা করে বললাম) সরি স্যার।
রহিম স্যার এবার হাসতে হাসতে অন্যদের বলতেছে, পড়ছে ইঞ্জিনিয়ারিং, আবার ব্যাংকে চাকুরির ভাইভা দিতে আসছে, (আমার দিকে তাকিয়ে), তাও এসব কি ব্যাংকে জব করবা, কি যেন নাম, পল্লী সঞ্চয়, আন্সার ভিডিপি, আমি বললাম জি স্যার।
রহিম স্যারঃ তো তুমি ইঞ্জিনিয়ারিং পড়ে এইসব ব্যাংকে চাকুরি করবা এটা কেমন কথা, অন্য সব ভালো ব্যাংক হলেও একটা কথা ছিল। এটা কি তোমার স্ট্যাটাস এর সাথে যায়? হইছো ইঞ্জিনিয়ার, আর চাকুরি করবা পল্লী সঞ্চয় ব্যাংক। হুম একবারে হইছে তাইলে। বলেই হাসা শুরু দিল।
আমিঃ(পুরাই ভ্যাবাচ্যাকা খেয়ে কিছুক্ষণ চুপচাপ বসে ভাবলাম আমি ভাইভা দিতে এসে একি বিপদে পরলাম, পরে অনেক কষ্টে সামলে বললাম) স্যার আমার ব্যাংকে চাকুরি করার খুবই ইচ্ছা।
স্যারঃ খুবই ইচ্ছা, আচ্ছা আচ্ছা ভালো। তাহলে বল হোয়াট ইজ ব্যাংকিং। ব্যাংকিং কাকে বলে?
আমিঃ( আমার তখনো ভ্যাবাচ্যাকা ভাব কাটেনি, আমতা আমতা করে বলতে লাগলাম বাংলায়) গ্রাহকদের থেকে আমনত সংগ্রহ করে এবং ঋণদাতাদের ঋণ প্রদান করে যে লাভ করার মাধ্যমে ইন্সটিটিউট পরিচালিত হয় তাদের কার্যক্রম হল ব্যাংকিং।
স্যারঃ জিব্রাল্টার প্রণালীর নাম শুনেছ
আমিঃ জি স্যার।
স্যারঃ বল এটা কি কি পৃথক করেছে।
আমিঃ স্যার এশিয়া থেকে আফ্রিকাকে ( ভুল বলেছি, হবে আফ্রিকা থেকে ইউরোপ কে)
স্যারঃ এশিয়া থেকে আফ্রিকা, তাহলে কোন কোন জায়গা দিয়ে গেছে।
আমিঃ(মুখস্থ ছিল) স্যার মরক্কো আর স্পেন কে আলাদা করেছে।
স্যারঃ তাহলে মরক্কো কোথায়
আমিঃ স্যার আফ্রিকা।
স্যারঃ তাহলে এশিয়া থেকে কিভাবে পৃথক হল।
আমিঃ সরি স্যার, পারবোনা।
স্যারঃ ব্যাংকে চাকুরি করতে ইচ্ছা, তাহলে এসব তো শিখে আসতে হবে তাইনা, ব্যাংকে যেহেতু চাকুরি করবা এসব জানতে হবে বুঝছ।
আমিঃ জি স্যার বুঝেছি।
তারপর আরো কিছু গ্রামের বাড়ি সংক্রান্ত ২,৩ টা প্রশ্ন করে বলল ঠিক আছে যাও তাহলে।
Recommended for Senior Officer of "Palli Sanchay Bank"

মশিউর রহমান মিলন >> ‎Banking Career in Bangladesh (BCB)>> অনেকেই লিখিত পরীক্ষায় কি কি টপিকের উপর প্রশ্ন হয়ে থাকে জানতে চেয়েছেন।সেজন্য লিখিত পরীক্ষার সিলেবাস নিয়ে আলোচনা করা যাক।বর্তমান সময়ে লিখিত পরীক্ষা মোট ২০০ নম্বরের(বিএসসি'র অধীনে নিয়োগ পরীক্ষায়) হয়ে থাকে।অন্যান্য বেসরকারি ব্যাংকে প্রিলিমিনারী পরীক্ষার সাথে ৩০/৪০/৫০ অথবা আরো কম/বেশি নাম্বারের লিখিত পরীক্ষা হয়ে থাকে।
বাংলা ফোকাস রাইটিং -২৫
ইংরেজি ফোকাস রাইটিং -২৫
বাংলা থেকে ইংরেজি অনুবাদ-১৫
ইংরেজি থেকে বাংলা অনুবাদ-১৫
বাংলা এপ্লিকেশন -১৫
ইংরেজি এপ্লিকেশন -১৫
ইংরেজি রিডিং কমপ্রিহেনশন -২০
গাণিতিক সমস্যা সমাধান-৭০
লিখিত পরিক্ষার মার্ক ডিস্ট্রিবিউশন সাধারণত এরকম হয়ে থাকে। তবে ফ্যাকাল্টি ভেদে একটু তারতম্য হতে পারে।
প্রথমেই বাংলা থেকে ইংরেজি অনুবাদ নিয়ে আসুন এনালাইসিস করি।বাংলা থেকে ইংরেজি অনুবাদ অংশে কোন একটা টপিক নিয়ে ৮/১০/১২টা বাংলা লাইন থাকবে যেটার ইংরেজি অনুবাদ করতে হবে।সব সময় চেষ্টা করবেন আক্ষরিক অনুবাদ না করে ভাবানুবাদ করতে।মূল বিষয় ঠিক রেখে ছোট ছোট বাক্যে সাবলীলভাবে ইংরেজিতে অনুবাদ করবেন।খুব কঠিন কঠিন ইংরেজি শব্দ ব্যবহার করে যে অনুবাদ করতে হবে তা কিন্তু নয়, আপনার পরিচিত ইংরেজি শব্দ ব্যবহার করেই সুন্দরভাবে গুছিয়ে অনুবাদ করুন।সেই সাথে ইকনমিক, রাজনৈতিক, সামাজিক, ব্যাংকিং এবং গ্লোবাল বিষয়গুলোর ইংরেজি টার্ম মুখস্থ রাখবেন।অনুবাদের সময় এই টার্মগুলোর ব্যবহার করবেন।সেই সাথে নিজের ভোকাবুলারিও নিয়মিত সমৃদ্ধ করবেন।অনেক সময় পরীক্ষার হলে পরিচিত বাংলার ইংরেজি শব্দ মনে আসবে না।পরীক্ষার হল থেকে বের হয়ে আফসোস করবেন।
সাইফুরস এর ট্রান্সলেশন এন্ড রাইটিং, মিয়া মোহাম্মাদ সেলিম ভাইয়ের অনুবাদবিদ্যা, মহিদ'স মাসিক সম্পাদকীয় সমাচার বইগুলো থেকে অনুবাদ অনুশীলন করতে পারেন।একটা কথা মনে রাখবেন অনুবাদ জিনিসটা ২/৪দিনে শেখার ব্যাপার নয়, হাতে সময় নিয়ে নিয়মিত অনুশীলনের জন্য নিজেকে প্রস্তুত করুন।বাজারে প্রচলিত প্রায় সবগুলো বই ই ভালো, আমরাই ভালোমতো শেখার চেষ্টা করি না।
ঠিক একই ভাবে ইংরেজি থেকে বাংলা অনুবাদ করবেন।বড় বড় ইংরেজি বাক্যকে ছোট ছোট অংশে ভেঙ্গে বাংলায় লিখবেন।কোন ইংরেজি শব্দ না বুঝলে সেই লাইনের আগের এবং পরের লাইন থেকে একটা প্রাসঙ্গিক বাংলা শব্দ ব্যবহার করবেন।উপরে উল্লিখিত বইগুলোতে কিভাবে বড় বড় ইংরেজি বাক্য ভেঙ্গে ভেঙ্গে অনুবাদ করতে হয় সেসবের বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে।আশা করি উপকৃত হবেন।
বাংলা এবং ইংরেজি এপ্লিকেশন এর জন্য বিগত ২/৩ বছরে বিভিন্ন সরকারী + বেসরকারি ব্যাংকের লিখিত পরীক্ষায় আসা ফরম্যাটগুলো খাতায় নোট করে রাখুন।সাথে রিসেন্ট যতগুলো ব্যাংকের লিখিত পরীক্ষা হয়েছে সেসব পরীক্ষায় আসা এপ্লিকেশনগুলোর ফরম্যাট সংগ্রহ করুন।ফরম্যাট ভালোমতো মাথায় গেঁথে রাখুন।এপ্লিকেশনে মূলত ফরম্যাট ঠিক আছে কিনা সেই বিষয়টা খেয়াল করা হয়।তবুও পরিক্ষার আগে পুরো এপ্লিকেশন ২/১ বার বাসায় লিখে লিখে প্রাকটিস করে যাবেন।
ইংরেজি রিডিং কমপ্রিহেনশনে কোন একটা বিষয়ের উপর অল্প কিছু আলোচনা থাকে।তারপর নিচে ৪/৫ টা প্রশ্ন থাকে সেই আলোচনা থেকে।আপনাকে সেই আলোচনা থেকে পড়ে প্রশ্নের উত্তর দিতে হবে।তবে উত্তরে কখনোই কমপ্রিহেনশন থেকে হুবহু লাইন তুলে দিবেন না।সেই কথাগুলোই নিজের ভাষায় ২/৩ লাইনে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। Pearson Publications এর Objective English বইয়ে এবং ফজলুল হকের English for Competitive Exam বইয়ে রিডিং কমপ্রিহেনশন থেকে কিভাবে উত্তর করবেন বিস্তারিত আলোচনা করা আছে।এছাড়াও গাইড থেকে বিগত বছরের রিডিং কমপ্রিহেনশন সমাধান করলেই একটা ভালো ধারনা পাবেন।
আমার স্বল্প জ্ঞান আর অভিজ্ঞতার আলোকে যেভাবে প্রস্তুতি নিলে আশা করা যায় লিখিত পরীক্ষায় ভালো করবেন সেভাবেই শেয়ার করেছি।

Sumon Howlader > ‎Bangladesh Bank Exam Aid (BBEA)
এসএসসি ৩.৮৮(২০০৩)
এইচএসসি ৪.৩০(২০০৬)
অনার্স-মাস্টার্স ২য় বিভাগ(কেমিস্ট্রি জাতীয় বিশ্ববিদ্যালয়)
একটা সাধারণ শিক্ষার্থীর একাডেমিক রেসাল্ট।
২০১৫ সালের জানুয়ারী মাস থেকে চাকুরির জন্য এক্সাম দেওয়া শুরু হয়।
ব্যর্থতার ইতিহাসঃ
janata aeo teller (viva fail )
Pubali officer (viva fail)
Meghna petroleum officer (viva fail)
Railway asm (viva fail)
Agrani SO (viva fail)
Housebuilding finance Corporation officer(viva fail)
Bdbl SO (viva fail)
agrani cash (viva fail)
Janata aeo RC (viva fail)
সফলতাঃ
Rupali cash (Selected)
Sonali officer (selected)
Sonali SO (selected)
ভাইভাতে অংশগ্রহণ করিনি (একই গ্রেডের জব হওয়ার কারনে)ঃ
Sonali cash
Combined officer general
পরবর্তী রেসাল্ট বাকিঃ
Cobined SO
Bcic (assistant chemist)
অনেকগুলো রিটেন ফেল করেছি জিবনে। প্রিলি তো আরো বেশী। বয়স শেষ হওয়ার পর রূপালী ব্যাংকে জয়েন করেছি জানুয়ারী তে।
এই পোষ্টটা আমি কয়টা জব পেয়েছি সেইটা দেখানোর জন্য না। এটা হলো তাদের জন্য যারা নিজের রেসাল্ট, ভার্সিটি আর বয়স নিয়ে শংকা প্রকাশ করেন তাদের জন্য।
মাস্টার্স এর রেসাল্ট যেদিন দিলো সেদিন জাফর ইকবাল ভাই ( এই গ্রুপের অ্যাডমিন) কে নক করে বললাম "ভাই এই রেসাল্ট দিয়ে কিছু হবে?" উনি বললেন "লেগে থাকেন ভাই। হবে।" ভাই এর কথা গুলো এখনো মনে আছে আমার।
নিজের উপর আস্থা রাখুন। কোটা, টাকা, সুপারিশ এগুলো বাদেও আপনি ভালো জবই পাবেন।
ধন্যবাদ।

প্রচুর টেক্সট পেয়েছি বিগত কয়েক দিনে। কিন্তু সত্যি বলতে আমি ইংরেজির চাইতে গণিতটাই ভাল পারি। তাই আমি চাই গনিত নিয়েই কিছু কথা বলতে। আমি আজকে চেষ্টা করব তাই গনিতটাকে একটা ফ্রেমে নিয়ে আসতে। আসলে ব্যাংকের প্রিলির প্রশ্ন বিভিন্ন ওয়েব সাইট থেকে হয়, তাই অনেকেই বিভিন্ন ওয়েবসাইট থেকে ম্যাথ করে প্রশ্ন কমন পাওয়ার একটা চিন্তা দেখা যায়। কিন্তু বিষয়টা একবার ভাবুন তো। ম্যাথ প্রশ্ন কমন পাওয়ার চিন্তা আর নিজের হাতে নিজের পায়ে কুড়াল মারা কিন্তু একই কথা। আমি নিজেও ম্যাথ কমন পড়বে এই চিন্ত কখনই করি না। সোনালী ব্যাংক সিনিয়র অফিসার, ৫ ব্যাংক অফিসার, ৮ ব্যাংক সিনিয়র অফিসার, প্রাইম ব্যাংক এমটিও সবগুলোতেই আমি দেখেছি, বিভিন্ন ওয়েব সাইট থেকে প্রশ্ন কমন আসছে। কিন্তু আমি প্রেফার করতাম কেবল একটি বই। আর তা হল আর এস আগারওয়াল। এত ম্যাথ আছে যে পরলেও শেষ হয় না। আর এর পর আর তেমন কিছু লাগেও না। ভালো করে পড়লে রিটেন ম্যাথের প্রস্তুতিও হয়ে যায়। এটার বাইরে আর তেমন কিছু লাগেও না। এই বইয়ে ম্যাথ আছে প্রায় ৬০০০+ কিন্তু সব ম্যাথ করার দরকার নেই। মোটামুটি ২৫০০+ ম্যাথ করলেই আপনার হয়ে যাবে। আমি একটি ফাইল যোগ করে দিয়েছি পোষ্ট এর সাথে, এই ফাইলটি বানিয়েছিলাম প্রস্তুতির সময়। এখানে কোন চ্যাপ্টারের কোন ম্যাথ করতে হবে, তা দেয়া আছে। আপনি কষ্ট করে এই সাজেশন অনুসারে ম্যাথ করুন। মজার ব্যাপার হল এই বই থেকে ম্যাথ করলে আপনার মোটামুটি বিসিএস এর ৫০ মার্কের রিটেন ম্যাথের ৪০ এর প্রস্তুতি হয়ে যাবে। তবে এই বইটি ইংরেজিতে দেয়া। তাই একটু সময় লাগতে পারে যারা কিনা ইংরেজিতে একটু দুর্বল। কিন্তু সময় নিয়ে করে ফেলতে পারলে আপনাকে কে আটকায়। আর এই বইটি আয়ত্ত্বে আনতে পারলে যদি সময় পান, তবে আপনি কেবল মাত্র gmatclub থেকে কিছু ৭০০ লেভেল এর ম্যাথ দেখতে পারেন অর্থাৎ খুব ম্যাথ দেখতে পারেন। এর বেশী কিছু লাগে না আমি মনে করি। ৭০০ লেভেলের ম্যাথের একটি বই ও পাবেন মার্কেটে। তবে ম্যাথ করার সময় নিচের বিষয় গুলো ভাল করে খেয়াল করবেন।
১। কোনভাবেই শর্টকাটের দিকে যাবেন না।
২। হাতে কলমে ম্যাথ করবেন।
৩। ক্যালকুলেটর ব্যবহার থেকে দূরে থাকবেন।
৪। সুদকষার ম্যাথ গুলোর ক্যালকুলেশন হাতে কলমে করা আয়ত্ব করে নিতে হবে।
৫। ত্রিকোণমিতির মানগুলো ভাল করে মুখস্ত করে নিন।
৬। যদি সূত্র প্রয়োগ করতেই চান, তবে সূত্রটি খুব ভালকরে বুঝে নিতে হবে।
৭। ম্যাথ দেখে যদি মনে হয় এটা তো পারিই। তবে সবার আগে এটিই করবেন। কারণ হল, দেখে মনে হওয়া যে আমি পারি, আর সমধান করে বলতে পারা যে আমি পারি, কথা দুইটি একেবারে ভিন্ন কথা। অনেক এক্সপার্ট হোঁচট খায় এই একটা কারণে।
কুহেলিকা সেন
Selected for the post of Management Trainee, Prime Bank Ltd.
Senior officer, Sonali Bank, written selected.
Officer, Combined 5 Bank, written selected.
Senior officer, 8 Bank, written selected.

ব্যাংক প্রিপারেশন..
কম সময়ে ও কম পরিশ্রমে সফল হবার চেষ্টা।
আমি যেমনটা করেছিলাম।
প্রিলির জন্য
১. আরিফুর রহমান Govt Bank Job
২. প্রিভিয়ার ইয়ারের সকল ভোকাবুলারি উইথ সিনোনিম ও এনটোনিম। পাশাপাশি সাইফুরস বইটা। কারণ ইংরেজি বেশির ভাগ ভোকাবুলারি বেসড প্রশ্ন হয়। ভোকাবুলারি আমি নোট করে বার বার পড়তাম। যেটা পড়বেন সেটা যেন মনে থাকে সেভাবে পড়তে হবে। বেশি পড়লাম মনে রাখতে পারলাম না। এমন যেন না হয়। ভোকাবুলারি ব্যাংকের জন্য মেইন।
৩. Competitive Exam বইটা গ্রামারের জন্য।
৪. ম্যাথ মেক্সিমাম টাইম বেশি করতাম না। প্রিলির ম্যাথ পারা যেত। তবে আগারওয়ালের বইটা করলে প্রিলি ও রিটেন কাভার হবার কথা।
৫. সাধারণ জ্ঞান এর জন্য Mp3 + পরীক্ষা যে মাসে সে মাস সহ আগের তিন মাসের কারেন্ট ওয়ার্ল্ড বা affairs.
৬. কম্পিউটার এর জন্য ইজি কম্পিউটার। এছাড়াও নেট বেসড কিছু ওয়েবসাইট আছে তা থেকে পড়তে পারেন।
অন্যদিন রিটেন নিয়ে লিখব যদি আপনারা মনে করেন আপনাদের উপকার হবে।
মোঃ সাইফুল ইসলাম
৩৭ ট্রেইনি ক্যাডেট সাব ইন্সপেক্টর
Recommended Sonali Bank Officer (General)

Mofakharul Islam Nayon > ‎Banking Career in Bangladesh (BCB)>>
৩০ বছর পূর্ণ হবার শেষ দিনটিতেই কাংখিত চাকরী প্রাপ্তি......
বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে সকল রাষ্টায়ত্ব ব্যাংকে যত প্রিলি দিয়েছি, তার সবগুলুতেই পাস! কিন্তু লিখিত পরীক্ষায় সব জায়গায় ফেইল! ইভেন বিসিএস এ ও ২ বার লিখিত ফেইল! তারপর ও হাল না ছেড়ে এগিয়ে চলা ছিল আমার! বারবার লিখিত ফেইল আমাকে বিমর্ষ করে তুলতো! তা সত্ত্বেও পুনরায় নতুন করে শুরু করা ছিল আমার নেশা! মাস্টার্স রেজাল্ট প্রকাশের আগেই বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডে একটা জব হয়ে যায়! তারপর ও থেমে না থেকে এগিয়ে চলা ছিল অবিরাম! যার ফলস্বরুপ আমার বদলি খাগড়াছড়ি! তারপর ও থেমে যাই নি! খাগড়াছড়ি থেকে প্রতি শুক্রবার পরীক্ষা দিয়েছি! আর প্রিলি পাস লিখিত ফেইল! যথাযথভাবেই ইংলিশে দূর্বল! কিন্তু ম্যাথ করলেই পারতাম! সেটাকেই পূজি করে এগিয়ে চলতে থাকি! বাজারের এমন কোন ম্যাথ বই নেই যা সমাধান করতে চেষ্টা করিনি! কখনো পেড়েছি আবার কখনো পাড়িনি! তবে থেকে যাই নি! ম্যাথ ট কে সংগী করে এগিয়ে চলেছি! আর ইংলিশ মোটামোটি হয়েছে! তবে ভাল কোন কিছুই পারতাম না! আর এভাবেই নভেম্বর/2017 বয়স ৩০ ছুয়ে গেল! সে মাসেই কাংখিত ফলাফল শুনতে পারলাম! তখন ছিলাম খাগড়াছড়ি চেংগী নদীর ওপারে! অসাধারণ এক অনুভূতি ছিল সে মুহুর্তটা!
এ ঘটনা আমাকে যা শিখিয়েছে....
১. লেগে থাকতে হবে শেষ পর্যন্ত!!
২. নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে!
৩. একটা পরীক্ষা নিজের মত একদিন ঠিক ই হবে! সেদিনটার অপেক্ষায় থাকতে হবে!
৪. আমি সব পারবো না এটাই স্বাভাবিক! কিন্তু আমি যা পারি তা দিয়ে বাধা উতড়ানোর দিনটার জন্যে অপেক্ষা করতে হবে!
৫. আমি এম.এস ওয়ার্ড, এক্সেল খুব ই ভাল পারতাম, যা ব্যাবহারিকে আমাকে অনেক বেশি এগিয়ে দিয়েছে! ৫০ এ ৫০!!
৬. নিজের যা আছে তার প্রয়োগ সব জায়গায় হবে না, তবে কখন কোথায় হবে তার জন্যে ধৈর্যের সাথে অপেক্ষা অবশ্যই করতে হবে!
৬. রেজাল্ট, প্রতিষ্ঠান এ প্রভাব এর কথা না ভাবাই ভালো!
সবশেষে বলা যায় নিজের জন্যে একটা দিন অবশ্যই আসবে! আর সে দিনটা ই হবে নিজেকে প্রমাণ করার মোক্ষম সময়!
অফিসার (আইটি)
সোনালী ব্যাংক লিমিটেড
কুলাউড়া শাখা, মৌলভীবাজার, সিলেট!!

বোর্ড চেয়ারম্যান - লায়লা বিলকিস ম্যাম (ED) টোটাল বোর্ড মেম্বার - ৩ জন
সময়- ৮-১০ মিনিট
সাবিজেক্ট- ফিন্যান্স ও ব্যাংকিং
ম্যাম- নাম, উইনিভার্সিটি, সাবজেক্ট
আমি- ans
ম্যাম- ফিন্যান্স কি?
আমি- ans ম্যাম- কস্ট অফ ক্যাপিটাল কি?
আমি- ans ম্যাম- purchasing power parity কি? give Example
আমি- ans
বোর্ড- IRR VS NPV
আমি- ans বোর্ড- অর্থনীতিতে নোবেল কে কে পাইছে?
আমি- ans
বোর্ড- Balance of Payment?
আমি- ans
বোর্ড- টোটাল FDI কত এখন?
আমি- ans
বোর্ড- আগে কোনো রেজাল্ট পেন্ডিং আছি কিনা
আমি- ans
বোর্ড- কস্ট অফ ফান্ড কি?
আমি- ans
বোর্ড- Reatined Earning?
আমি- ans
ম্যাম- ওকে আসতে পার এখন।
আমি- সালাম দিয়ে বিদায় নিলাম
সবার জন্য শুভকামনা।

ভাই আপনি সোনালী ব্যাংকে ২ টা সরকারি চাকরি পেয়েছেন,কিভাবে পড়লে ব্যাংকে চাকরি পাবো?
- প্রথম কথা, আমি ব্যাংকের জন্য পড়িনি৷ আগেও বিসিএসের জন্য পড়তাম, এখনো বিসিএসের জন্যই পড়ি। আমার মতো অনেকেই বলে থাকেন, বিসিএসের প্রস্তুতি নিলে তার কোথাও না কোথাও সরকারি চাকরি হবেই আশা করা যায়।
- চাকরি পেতে হলে ম্যাথ আর ইংলিশে বস হতে হবে,এখানে কোন বিকল্প নাই।
- ম্যাথ না পারলে ক্লাস ১ /২ শ্রেনী থেকে শুরু করুন,নো অলটারনেটিভ!
-ইংলিশের জন্য ভোকাবুলারি পড়ুন প্রচুর,গ্রামার কম!
- কারো সাজেশন এর অপেক্ষায় না থেকে কিছু প্রিভিয়াস প্রশ্ন দেখুন, পড়ুন৷ফেসবুক চালান তবে আগে কোনটা গুরুত্বপূর্ণ বিবেচনা আপনার।

This POST Admin- অফিসার(ক্যাশ) ২০১৯ থেকে কর্মরত
অফিসার(জেনারেল) ২০২০ সালে সুপারিশ প্রাপ্ত
সোনালী ব্যাংক লিমিটেড।
এন্ড এট লাস্ট-
বৈধভাবে অনেক টাকার মালিক হতে চাইলে অন্যান্য সরকারি চাকরির চেয়ে সরকারি ব্যাংকের ব্যাংকার হওয়া বেটার!

FAQ
  • **কিভাবে প্রস্তুতি নিলে ভালো হয় ?
  • **প্রয়োজনীয় পিডিএফ ফাইল।
  • 520